Sunday, July 10, 2016

মেসিকে ছাড়া ফুটবল অসম্পূর্ণ : নেইমার

শতবর্ষী কোপার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। তাকে ছাড়া আর্জেন্টিনার ফুটবল বর্তমান সময়ে একদমই অসম্ভব সেটি বুঝেই কি না তাকে ফিরিয়ে আনতে বিভিন্ন কিংবদন্তীরা অনুরোধ করেছেন মেসিকে। দেরিতে হলেও মেসির সিদ্ধান্তে নিজের সমর্থন জানালেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। 

অলিম্পিকে খেলার জন্য ব্রাজিলের কোপা আমেরিকা দলে ঠাই হয়নি নেইমারের। কোপার কোয়ার্টার ফাইনাল থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল। বার্সেলোনা নেইমার এবং মেসির জুটির বিধ্বংসী রূপ ইতোমধ্যে দেখে ফেলেছে সবাই। মেসিকে নিজের আইডল মেনে নেইমার বলেন, ‘মেসি শুধু আমার বন্ধুই নয়, সে আমার আইডল। আমি সব সময় তাকে সমর্থন দিবো। আমি অনুভব করতে পারছি সে কীভাবে দিন পার করছে।’

মেসির অবসর প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই কিন্তু মেসিকে ছাড়া ফুটবল অসম্পূর্ণ। মেসিকে ছাড়া ফুটবলে টিকে থাকাটাও কষ্টকর।’

এ সময় বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি নিয়েও কথা বলেন নেইমার। ‘আমি খুবই খুশি। এটা সত্যি যে অনেকে আমাকে কিনতে প্রস্তাব দিয়েছিল কিন্তু আমার ইচ্ছা এখানে থাকা।’

No comments:

Post a Comment