Sunday, July 10, 2016

ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছেন মুস্তাফিজ

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিতে তিনি দ্রুত ঢাকায় ফিরেছেন।

কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট ও ওয়ানডে কাপে অংশ নেবেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।ঠিকমতো ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ১২ বা ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।

জানা গেছে, আগামী ১৫ জুলাই সাসেক্সের হয়ে কাউন্টিতে অভিষেক হতে পারে মুস্তাফিজের। এ দিন টি-টোয়েন্টি ব্লাস্টে মুস্তাফিজের সাসেক্সের প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। সাউথ গ্রুপে তারা এরপর খেলবে আরও তিনটি ম্যাচ। ইংলিশ কাউন্টির এই ক্লাবটির হয়ে মুস্তাফিজের খেলার কথা ওয়ানডে কাপেও। এই টুর্নামেন্টে মুস্তাফিজকে ছাড়াই চারটি ম্যাচ খেলতে হয়েছে সাসেক্সকে। মুস্তাফিজ যাওয়ার পরও গ্রুপ পর্বে থাকবে আরও চারটি ম্যাচ।

No comments:

Post a Comment