ইতিহাসটা যে হতে যাচ্ছে সেটা বোঝা গিয়েছিল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরুর খানিকবাদেই। ৪৭ রানেই স্বাগতিকদের তিনটি উইকেট নিয়ে উৎসবে আতিশায্যটা এনে দিয়েছিলেন রাহাত আলী। এরপর ইংলিশদের কফিনে শেষ পেরেকগুলো ঠুকেন ইয়াসির শাহ। এই বোলারের বোলিং নৈপূন্যে ১৯৯৬ সালের পর লর্ডস টেস্টে জয় পেয়েছে সফরকারী পাকিস্তান।
পাকিস্তানের দেয়া ২৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু ভালো হয়নি ইংল্যান্ডের। শুরুতেই ফিরে যান ইংলিশ অধিনায়ক ও ওপেনার অ্যালিস্টার কুক। ব্যক্তিগত ৮ রানে তাকে ফেরান রাহাত আলী। এরপর অ্যালেক্স হেলস তিন নম্বরে নামা জো রুটকেও ফেরান এই পেসার।
মাঝে জেমস ভিঞ্চ, গ্যারি ব্যালান্স আর জনি বেয়ারস্টো দলকে জয়ের রাস্তা দেখানোর চেষ্টা করেন। তবে ইয়াসির শাহর ঘূর্ণিতে সফল হননি কেউই। শেষ দিকে ক্রিস ওকস চেষ্টা করেছিলেন বটে তবে যোগ্য সাহচার্য না পা্ওয়ায় দলকে জেতাতে পারেন নি তিনিও।
ভিঞ্চ ৪২, ব্যালান্স ৪৩ আর জনি বেয়ারস্টো করেন সবোর্চ্চ ৪৮ রান। ক্রিস উকস করেন ২৩ রান। শেষ পর্যন্ত ২০৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ইয়াসির শাহ আরও চারটি উইকেট তুলে নেন।
রাহাত আলি তিনটি ও মোহাম্মদ আমির দুটি উইকেট লাভ করেন।
এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৩৯ রান। জবাবে ২৭২ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান করে ২১৫ রান। ফলে জয়ের জন্য ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ২৮৩ রান।
২০ বছর আগে, ১৯৯৬ সালে ওয়াসিম আকরামে নেতৃত্বে শেষবার লর্ডসে টেস্ট জিতেছিল পাকিস্তান। সেবার স্বাগতিকদের ১৬৪ রানে হারিয়েছিল ইনজামাম-ইজাজ-সাঈদ আনোয়ারের পাকিস্তান।
No comments:
Post a Comment