অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন সান্দাকান। এএফপিপ্রথম দিনের হতাশাটা কাটিয়ে উঠতে সময় নেয়নি শ্রীলঙ্কা। নেতৃত্ব দিয়েছেন এই ম্যাচেই অভিষিক্ত লক্ষণ সান্দাকান। চায়নাম্যান বোলার হিসেবে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন সান্দাকান। অস্ট্রেলিয়াকে মাত্র ২০৩ রানে অলআউট করে দিয়েছে স্বাগতিক দল। তবু ৮৬ রানের লিড পেয়ে গেছে সফরকারীরা।
২ উইকেটে ৬৬ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। শুরুতেই ধাক্কা, মাত্র ৪ রানেই ফিরে গেলেন আগের দিনে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও উসমান খাজা। ৬০ রানের এক জুটিতে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন অ্যাডাম ভোজেস ও মিচেল মার্শ। কিন্তু এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। রঙ্গনা হেরাথ ও সান্দাকানের স্পিনে থিতুই হতে পারেননি কেউ। বাঁহাতি লেগ স্পিনে নাজেহাল হয়েছেন প্রায় সবাই। সর্বোচ্চ ৪৭ রান ভোজেসের। স্টিভ ও’কিফ, মিচেল স্টার্ক ও নাথান লায়নরা মিলেই অস্ট্রেলিয়াকে দুই শ পার করে দিয়েছেন।
৫৮ রানে ৪ উইকেট পেয়েছেন সান্দাকান। টেস্ট ইতিহাসে অভিষেকে তাঁর চেয়ে ভালো বোলিং আর কোনো বাঁহাতি লেগ স্পিনার করেননি। অস্ট্রেলিয়ান চাক ফ্লিটউড স্মিথ ১৯৩৫ সালে অভিষেকে ৪ উইকেট পেয়েছিলেন ৬৪ রান দিয়ে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ রানেই ১ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। উইকেট-বৃষ্টি কিন্তু চলছেই। দুই দিন শেষ হয়নি এখনো। পড়ে গেছে ২৩ উইকেট। সূত্র: টেন ক্রিকেট।
Wednesday, July 27, 2016
৮১ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন অচেনা সান্দাকান
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment