Saturday, July 16, 2016

ডাক মেরেও মিসবাহর রেকর্ড

মিসবাহ, ভেঙসরকার, ডেভিস ও বার্নস
মিসবাহ, ভেঙসরকার, ডেভিস ও বার্নস
ক্রীড়া ডেস্ক : মিসবাহ-উল-হকের সময়ে এর আগে বেশ কয়েকবার ইংল্যান্ডে টেস্ট খেলেছে পাকিস্তান। কিন্তু নানা কারণে পাকিস্তান টেস্ট দলে তখন জায়গা হয়নি মিসবাহর। এবার তার নেতৃত্বেই ইংল্যান্ড সফর করছে পাকিস্তান দল। বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়েছে পাকিস্তান-ইংল্যান্ডের চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান অবশ্য সুবিধা করতে পারেনি। কিন্তু অধিনায়ক মিসবাহ-উল-হকের ব্যাটিং দৃঢ়তায় তারা প্রথম ইনিংসে ৩৩৯ রান সংগ্রহ করে। মিসবাহ বেশি বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকান (১১৪)।

শুধু তাই নয় ইংল্যান্ডে ও লর্ডসে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করার অনন্য কীর্তি স্থাপন করেন তিনি। শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন মিসবাহ। অনেকেই আশা করেছিলেন এবারও হয়তো ভালো একটি ইনিংস খেলবেন তিনি। কিন্তু না। মঈন আলীর বলে আলেক্স হেলসের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।

ডাক মেরে সাজঘরে ফিরলেও রেকর্ড হয়েছে। লর্ডসে নিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি ও পরের ইনিংসে ডাক মারা টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় তিনি।

তার আগে ১৯৪৮ সালে লর্ডসে প্রথম ইনিংসে ডাক ও পরের ইনিংসে ১৪১ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান সিড বার্নস। ১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার চার্লি ডেভিস প্রথম ইনিংসে ১০৩ রান করেন। পরের ইনিংসে ডাক মারেন। আর ১৯৭৯ সালে ভারতের ব্যাটসম্যান দিলীপ ভেঙসরকারও একই কীর্তি করেছিলেন। তিনি প্রথম ইনিংসে ডক মারেন। কিন্তু পরের ইনিংসে ১০৩ রান করেন।

নাম                            প্রথম/দ্বিতীয় ইনিংস          মুখোমুখি                            সাল
সিড বার্নস                          ০/১৪১                  অস্ট্রেলিয়া-ইংল্যান্ড        ২৪ জুন ১৯৪৮
চার্লি ডেভিস                        ১০৩/০                  উইন্ডিস-ইংল্যান্ড          ২৬ জুন ১৯৬৯
দিলীপ ভেঙসরকার               ০/১০৩                  ভারত-ইংল্যান্ড             ২ আগস্ট ১৯৭৯
মিসবাহ-উল-হক                  ১১৪/০                  পাকিস্তান-ইংল্যান্ড          ১৪ জুলাই ২০১৬

No comments:

Post a Comment