ম্যাচ ফিক্সারদের আজীবন নিষেধাজ্ঞার কথা বলছেন অনেকে। কিন্তু এর সঙ্গে একমত না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন বলেছেন, ম্যাচ ফিক্সারদের আজীবন নিষেধাজ্ঞা দিতেই হবে এমন কোনো কথা নেই।
লর্ডসে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই ফাস্ট বোলার ২০১০ সালে লর্ডসেই স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। টাকার বিনিময়ে নো বল করে ধরা পড়েন। আমির এবং তার দোষী দুই সতীর্থ মোহাম্মদ আসিফ ও সালমান বাটকে আইসিসি ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবার টেস্টে ফিরলেন আমির। কিন্তু ইংল্যান্ডের কয়েকজন সাবেক ক্রিকেটার ম্যাচ ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করার দাবি তুলেছেন।
কিন্তু এর পক্ষে না আইসিসি। আইসিসি মনে করে অপরাধ বিবেচনা করেই শাস্তি দিতে হবে। দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার, আইনজীবি ও আইসিসির প্রধান নির্বাহী রিচার্ডসন বলেছেন, "এর সাথে সহমত নই। প্রত্যেকটি বিষয় এর দোষ বিবেচনা করে সাব্যস্ত করতে হয়। সবাইকে ঝুলিয়ে দেওয়া চলে না। অপরাধের সাথে যায় এমন শাস্তি দিতে হবে...যে খেলোয়াড়রা অন্যদের প্রভাবিত করে তাদের বিষয়টি কড়াভাবে দেখা দরকার।"
No comments:
Post a Comment