Sunday, July 10, 2016

ফের কলকাতার ক্রিকেটের নেতৃত্বে সৌরভ?

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) পরবর্তী সভাপতি হিসেবে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নিজের পদ ধরে রাখছেন বলে জানা গেছে। আগামী ৩১ জুলাই সিএবি’র ৮৫তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির নাম চূড়ান্ত হবে। এখনো পর্যন্ত অবশ্য গাঙ্গুলির বিপক্ষে শক্তিশালী কোন প্রতিদ্বন্দ্বীকে দেখা যায়নি।

গাঙ্গুলির বিপক্ষে সিএবিতে কিছু নতুন মুখ দেখা গেলেও মূলত সরকার সমর্থিত তৃণমূল কংগ্রেসের পুরো সমর্থনই রয়েছে গাঙ্গুলি ও তার পরিষদের পক্ষে। সে কারনেই ভারতের অন্যতম সফল এই অধিনায়কের বিপক্ষে কোন প্রার্থী আদৌ প্রার্থীতা ঘোষণা করবে কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে।

এদিকে বর্তমান যুগ্ম সম্পাদক পদে অভিষেক ডালমিয়ার বিপক্ষেও কঠিন কোন প্রতিপক্ষ দেখা যায় নি। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরাসরি মনোনয়ন নিয়ে সিএবিতে এসেছিলেন অভিষেক।

সিএবি’র একজন মুখপাত্র বলেছেন, ‘নমিনেশন পেপার জমা দেবার শেষ তারিখ ২৩ জুলাই। এই মুহূর্তে তাই নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।’ তবে তার মতে, অভিষেকের বিপক্ষে যদি কেউ প্রার্থীতা ঘোষণা করে তবে সরকার সমর্থিত পার্টি সেটা ভালো চোখে দেখবে না।

এদিকে গাঙ্গুলির অধীনে সিএবি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ও ফাইনাল ম্যাচটি আয়োজনের কৃতিত্ব দেখায়। এর ফলে প্রথমবারের মত অ্যাসোসিয়েশন বিশাল অঙ্কের লাভের মুখ দেখেছে। এছাড়া প্রথমবারের মত গোলাপী বলে ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে গাঙ্গুলির নেতৃত্বে পুরো অ্যাসোসিয়েশন দারুণ প্রশংসা কুড়িয়েছে।

No comments:

Post a Comment