Thursday, August 11, 2016

ঝিমিয়ে পড়েছে রাঙামাটির ক্রীড়াঙ্গন

ঝিমিয়ে পড়েছে রাঙামাটির ক্রীড়াঙ্গন। টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ দিন হচ্ছে না বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা। উঠে আসছে না খেলোয়াড়। ফলে খেলাধুলায় অবদান রাখতে পারছে না রাঙামাটি জেলা।

আশি-নব্বই দশকে অরুন চাকমা, বরুন চাকমারা ছিলেন রাঙামাটির তারকা ফুটবলার। সে সময় রাঙামাটির ক্রীড়াঙ্গন ছিল জমজমাট। প্রতিভা অন্বেষণে রাঙামাটি স্টেডিয়ামে নিয়মিত আয়োজিত হত একাধিক টুর্নামেন্ট। কিন্তু বর্তমানে খেলাধুলায় আগ্রহী নয় তরুণ প্রজন্ম।অার বর্তমান কমিটিও ঝিমিয়ে পড়েছে।কোন নতুন ইভেন্টেই কমিটির অাগ্রহ নেই। রাঙামাটির ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলতে নিয়মতি টুর্নামেন্ট আয়োজনের দাবী স্থানীয়দের।

সময় পরিবর্তনে মাঠের অবকাঠামো উন্নয়ন হয়েছে। রাঙামাটি শহরের রাজবাড়ীতে নির্মাণ করা হয়েছে আধুনিক স্টেডিয়াম। খেলাধুলার নানান সুযোগ সুবিধা সৃষ্টি হলেও ছেলেরা মাঠমুখী হচ্ছে না। এজন্য স্কুল পর্যায়ে ক্রীড়া বিভাগগুলো আরো সক্রিয় হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সরল স্বীকারোক্তি, অর্থের অভাবে কোন টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না। টুর্নামেন্ট নিয়মিত আয়োজনে সবার সহযোগিতা চাইছে তারা।

২০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন রাঙামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়াম বছরের অনেকটা সময় অলস পড়ে থাকে। রাঙামাটির ক্রীড়াঙ্গনে আবারও প্রাণ ফিরিয়ে আনতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দিলেন সংশ্লিষ্টরা।

No comments:

Post a Comment