বিসিবির অনুর্ধ্ব ১৪,১৬,১৮ বয়স ভিত্তিক রাঙামাটি জেলা ক্রিকেট দল গঠনে প্রাথমিক বাছাই অাগামী ০৯/০৮/২০১৬ ইং রোজ মঙলবার অনুর্ধ্ব ১৪ দলের এবং ১১/০৮/২০১৬ ইং রোজ বৃহস্পতিবার অনুর্ধ্ব ১৬ ও ১৮ দলের বাছাই রাঙামাটি স্টেডিয়ামে দুপুর ২ ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে।
প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম ও খেলার ট্রাউজার-গেঞ্জি,কেডস পড়ে অাগ্রহী খেলোয়ারদের স্টেডিয়ামে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে।
তথ্য জানতে যোগাযোগের জন্য মোবাইল নং-নাছির উদ্দি সোহেল, ক্রিকেট কোচ রাঙামাটি,০১৫৫৬৭০১৬৫২।
No comments:
Post a Comment