অ্যাথলেটিকস ও ফুটবলে সুনাম ছিল শুক্কুর আলীর। সাহসী এই খেলোয়াড় অস্ত্র হাতে যুদ্ধও করেছেন মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন হলেও ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে প্রাণ দেন শুক্কুর আলী। তাঁর নামেই স্বাধীনতার পরপর রাঙামাটিতে গড়ে ওঠে শহীদ শুক্কুর অ্যাথলেটিকস ক্লাব। রাজ পরিবারের 'জনি দা' (কুমার সমিত রায়) নামের এক ক্রীড়া সংগঠকের উদ্যোগে গড়ে ওঠা শহীদ শুক্কুর অ্যাথলেটিকস ক্লাব, যেটি রাঙামাটির অন্যতম সফল দল। প্রথম বিভাগ ফুটবলে অনেকবারেরই চ্যাম্পিয়ন তারা। এই ক্লাবটিকেই ধরা হয় রাঙামাটির সবচেয়ে পুরনো ক্লাব হিসেবে।
১৯৩৬ সালে সাংবাদিক মুদাদ্দের প্রতিষ্ঠা করেছিলেন মুকুল ফৌজ। জাতীয় এই সংগঠনের শাখা রাঙামাটিতে খোলা হয় ১৯৭৯ সালে। বেশ কয়েকবার রাঙামাটি মুকুল ফৌজের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ক্রীড়া সংগঠক ও সাবেক অ্যাথলেট আবুল বশর। মুকুল ফৌজের কার্যক্রম নিয়ে তিনি জানালেন, 'গতবারের প্রথম বিভাগ ফুটবল লিগের সুপার সিক্সে খেলেছি আমরা। স্থানীয় ক্রীড়াঙ্গনে শুরু থেকেই আমরা ভালো করছি। আমার হাত ধরে এই ক্লাবের অনেক খেলোয়াড়ও খেলেছে জাতীয় পর্যায়ে।'
রাঙামাটির অন্যতম সফল আরেক দল ছদক ক্লাব। নাম শুনে খটকা লাগা স্বাভাবিক। নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত এই ক্লাবের এক কর্তা দূর করে দিলেন খটকা, 'ছদক অর্থ আলোকিত। পাহাড়ি অঞ্চলে এ ধরনের অনেক নাম শুনেই চমকে যাবে যে কেউ।' ৩৫ লাখ টাকায় আয়োজিত সর্বশেষ ফুটবল লিগের চ্যাম্পিয়ন এই ছদক ক্লাব। ২০১১ সালে ২৫ লাখ টাকায় আয়োজিত আগের আসরের চ্যাম্পিয়নও তারা।
ক্রিকেটে সর্বশেষ ২০১৬ সালের লিগে চ্যাম্পিয়ন অভিলাষ ক্রিকেট ক্লাব। রানার্সআপ হয়েছিল প্রগতি ক্রিকেট ক্লাব। অনিয়মিত লিগ হলেও গত দুই মৌসুমে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে। ক্রিকেটের উল্লেখযোগ্য আরো ক্লাব- রফিক স্মৃতি,প্রতিভা,সাউথ ও ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব। একটা সময় টানা তিনবার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়েছিল প্রগতি ক্লাব। কিন্তু সেই জৌলুস হারিয়েছে তারা।ঐতিয্যবাহী অভিলাষ ক্রিকেট ক্লাব গত ১০ বছর ধরে ক্রিকেটে রাজত্ব করে চলছে।২০০৭ লীগ চ্যাম্পিয়ন,২০১১/১২ চ্যাম্পিয়ন,২০১৩ লীগ রানার্সআপ ও ২০১৬ লীগ চ্যাম্পিয়ন।এছাড়া টি ২০ চ্যাম্পিয়ন ও অনুর্ধব ১৬ চ্যাম্পিয়ন অভিলাষ গত কয়েক বছরে।
এখানকার ক্লাবগুলোর বড় একটা সমস্যা ফুটবল দলগুলো অংশ নিতে পারে না ক্রিকেটে। তেমনি ক্রিকেট দলগুলোরও সুযোগ নেই ফুটবল লিগে খেলার।ক্রিকেটে সর্বশেষ লীগের টাকাও পায়নি ক্লাবগুলো।
No comments:
Post a Comment