Thursday, August 18, 2016

রাঙামাটি অনুর্ধ্ব ১৪,১৬,১৮ ক্রিকেট দলের মেডিক্যালের বিজ্ঞপ্তি

বিসিবির অনুর্ধ্ব ১৪,১৬,১৮ বয়স ভিত্তিক রাঙামাটি জেলা ক্রিকেট দল গঠনে প্রাথমিক বাছাই শেষে অাগামীকাল ১৯/০৮/২০১৬ ইং রোজ শুক্রবার অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ দলের প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়ারদের "মেডিক্যাল পরীক্ষা" রাঙামাটি স্টেডিয়ামে সকাল ৯.০০ ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে।
প্রয়োজনীয় বয়সের স্বপক্ষে জন্ম নিবন্ধন সনদ ও ছবিসহ অাগ্রহী খেলোয়ারদের স্টেডিয়ামে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে।
তথ্য জানতে যোগাযোগ করুনঃ

মহিতোষ দেওয়ান,জেলা ক্রিকেট কোচ,মোবাইল নং-০১৭১৯৯০৬২৩১,
মোঃনাছির উদ্দিন সোহেল, ক্রিকেট কোচ রাঙামাটি,০১৫৫৬৭০১৬৫২,
জেলা ক্রীড়া সংস্থা-০৩৫১৬১৫০৪।

No comments:

Post a Comment