পেস বোলারদের সন্ধানে ‘পেসার হান্ট’ কর্মসূচি হলেও সেটা নিয়মিতভাবে হয় না। অন্যদিকে সেই কর্মসূচিতে ব্যাটসম্যান ও স্পিনারদের সুযোগের জায়গা নেই। এই ‘পেসার হান্ট’ থেকে কয়েকজন ভালো গতিশীল বোলার পেয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শুধুমাত্র পেসার নয় , তরুণ প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে আসছে গাজী গ্রুপ।
বাংলাদেশের ক্রিকেটের সাথে বহুদিন থেকে নানা ভাবে যুক্ত আছে গাজী গ্রুপ। বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ব্রডকাস্টার চ্যানেল গাজী গ্রুপের ‘গাজী টিভি’। এছাড়া
ঢাকা প্রিমিয়ার লিগে ‘গাজী গ্রুপ ক্রিকেটার্স’ নামে তাদের একটি দল আছে। যা প্রিমিয়ার লিগের প্রতি আসরে নিয়মিত খেলে আসছে। এবার দেশজুড়ে ক্রিকেট প্রতিভা খুঁজে বের করতে মাঠে নামছে গাজী গ্রুপ।
‘গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট’ নামে তরুণ প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে একটি কার্যক্রম শুরু করতে যাচ্ছে গাজী গ্রুপ। দেশের আটটি জেলায় হবে এই কার্যক্রম। সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর। আর এই কার্যক্রম শুরু হবে পহেলা সেপ্টেম্বর চট্টগ্রামে অডিশনের মাধ্যমে। অন্যদিকে ২৯ সেপ্টেম্বর ঢাকায় অডিশনের মাধ্যমে এই কার্যক্রমের প্রাথমিক ভাগের সমাপ্তি ঘটবে। ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সংবাদ সম্মেলন করে এমন ঘোষণাই দিয়েছে গাজী গ্রুপ।
ভবিষ্যতের সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুরর রহিম, মাশরাফি বিন মর্তুজাকে খুঁজে বের করতে এই প্রক্রিয়ার প্রধান হিসেবে থাকবেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রাথমিকভাবে আটটি জেলা থেকে ৬০ থেকে ৮০ জন ক্রিকেটার বাছাই করা হবে। আর এই বাচাই প্রক্রিয়ার দায়িত্বে থাকবেন কোচ সালাউদ্দিন। এরপর সেই ৬০-৮০ জন ক্রিকেটার থেকে চূড়ান্তভাবে ২০-২৫ তরুণ ক্রিকেটারকে বাছাই করে হবে। তাদের সাথে চার বছরের চুক্তি করবে ‘গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট’। এই চার বছরে তাদেরকে ট্রেনিং করানো হবে। পাশাপাশি থাকবে এক বছর মেয়াদী ‘গোলাম দস্তগীর গাজী ক্রিকেট স্কলারশিপ’ এর ব্যবস্থাও। এই তরুণ ক্রিকেটারদের স্বপ্ন দেখানোর পথকে গড়ে দেয়াই মূল উদ্দেশ্য
এদিকে এই কর্মসূচীতে অংশ নেয়ার সর্বনিম্ন বয়স ১৫ বছর। পাশাপাশি শুধুমাত্র ১৫ এর বেশি পুরুষ ক্রিকেটাররাই এই কার্যক্রমে অংশ নিতে পারবেন। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকেই অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পাওয়া যাবে তাদের ফেসবুকের এই পেইজ থেকে।
তরুণ ক্রিকেটার খোঁজার এই প্রক্রিয়ার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ প্রসঙ্গে বলেন, “আমরা সাধারণ কোনো ক্রিকেটারের পেছনে ছুটবো না। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে আমরা তাদেরকে নিবো। আমরা তাদের সঠিক পথ দেখাবো। কোনো কোচ খেলোয়াড় তৈরি করে দিতে পারে না। স্বপ্ন দেখতে জানতে হয়। সাকিব-তামিম যারা জাতীয় দলে এখন খেলছে এদের সবার স্বপ্ন ছিলো।”
‘গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট’ অডিশনের সময়সূচীঃ
১ সেপ্টেম্বর সকাল ৯টা চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম
৪ সেপ্টেম্বর সকাল ৯টা সিলেট সিলেট বিভাগীয় স্টেডিয়াম
৭ সেপ্টেম্বর সকাল ৯টা ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ
১৭ সেপ্টেম্বর সকাল ৯টা বরিশাল বিভাগীয় স্টেডিয়াম
১৯ সেপ্টেম্বর সকাল ৯টা খুলনা বিভাগীয় স্টেডিয়াম
২২ সেপ্টেম্বর সকাল ৯টা রাজশাহী রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা রংপুর বিভাগীয় স্টেডিয়াম
২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ঢাকা সিটি ক্লাব, ঢাকা
‘গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট’র এই সংবাদ সম্মেলনে বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। গাজী গ্রুপের নেয়া এই আয়োজনে সব ধরণের সহযোগিতা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
No comments:
Post a Comment