Thursday, November 2, 2017

কক্সবাজারের কাছে খাগড়াছড়ি হারলো ১০ উইকেটে!

৩৮ তম জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট প্রতিযোগিতার টায়ার-১ এর মৌলভীবাজার ভেন্যুতে অাজ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা দলকে কক্সবাজার জেলা দল ১০ উইকেটে পরাজিত করে।
সকালে কক্সবাজার টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয়।খাগড়াছড়ি জেলা দল প্রথম থেকেই কক্সবাজার বোলিং অ্যাটাকের বিপক্ষে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।সে বিপর্যয় থেকে কেউ প্রতিরোধ করতে না পারায় মাত্র ৩৩.৩ ওভারে ১০ উইকেটে মাত্র ৫৪ রানে অল অাউট হয়ে যায়।কক্সবাজারের জুনায়েদ ৩ ও ইউনুস ২ টি করে উইকেট নেন।
বিরতির পর কক্সবাজার জেলা দল প্রথম থেকে সতর্ক হয়ে খেলতে থাকেন।ওপেনার হিরো অপরাজিত ২৩ ও  রুবেল অপরাজিত ২৪ করে ১৭.৪ ওভারে ৫৫ রান করে দলকে ১০ উইকেটের বিশাল জয় এনে দেন।
কক্সবাজার প্রথম ম্যাচ বৃষ্টির কারনে রাঙামাটির সাথে পয়েন্ট ভাগাভাগি করে অার খাগড়াছড়ি প্রথম ম্যাচে সুনামগঞ্জকে ১ উইকেটে পরাজিত করে।

Tuesday, October 31, 2017

শ্বাসরুদ্ধকর ম্যাচে খাগড়াছড়ি এক উইকেটে জয়ী

৩৮ তম জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট প্রতিযোগিতার টায়ার-১ এর মৌলভীবাজার ভেন্যুতে অাজ সোমবার শ্বাসরুদ্ধকর এক ম্যাচে খাগড়াছড়ি জেলা দল সুনামগঞ্জ জেলা দলকে এক উইকেটে পরাজিত করে দারুন শুভ সূচনা করেছে।
সকালে গত দুইদিনের বৃষ্টির কারনে মাঠের কিছু স্থান খেলার অনুপযুক্ত থাকায় খেলা নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর শুরু হয়।অাম্পায়াররা দুপুর ১২ টায় ৩০ ওভারের কার্টেল ওভার ম্যাচ শুরু করেন।সুনামগঞ্জ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শক্তিশালী সুনামগঞ্জ জেলা দল।তিন ওভার পরে অাবারো পঞ্চম ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪ উইকেটে ১৮ রান করে ভীষন বিপদে পড়ে সুনামগঞ্জ  জেলা।সে বিপর্যয় থেকে তাজিন ও নিপু সুনামগঞ্জকে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেটে সম্মানজনক স্কোর ১১৪ রানে নিয়ে যান।তাজিন ও নিপু উভয়ে ১৯ রান করে করেন।খাগড়াছড়ির মমিন ও কাদের ৩ টি করে উইকেট নেন।
বিরতির পর খাগড়াছড়ি জেলা দল প্রথমে দুই উইকেট হারালেও বাকী ব্যাটসম্যানরা সতর্ক হয়ে খেলতে থাকেন।ম্যাচের এক পর্যায়ে অাস্কিং রেট বাড়াতে গিয়ে খাগড়াছড়ি দ্রুত উইকেট হারাতে থাকে।খাগড়াছড়ির জেলার জেতার জন্য শেষ ওভারে ৯ রানের প্রয়োজন পড়ে হাতে শেষ উইকেট।প্রথম দুই বলে ৩ রান নিয়ে শেষ তিন বলে ৬ রানের সমিকরনের সময় খাগড়াছড়ি জেলা দলের অারমান ওভারের চতুর্থ বলে বোলারের মাথার উপর দিয়ে সোজা ছয় মেরে দলকে অবিশ্বাস্য ১ উইকেটের জয় এনে দেন।অারমান অপরাজিত ২৫ রান ও ১ উইকেট পেয়ে ম্যান অব দি ম্যাচ হন।

Monday, October 30, 2017

বৃষ্টিতে পরিত্যক্ত রাঙামাটির প্রথম ম্যাচ

৩৮ তম জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট ২০১৭/১৮ মৌলভীবাজার স্টেডিয়ামে অাজ রাঙামাটি ও কক্সবাজারের ভেন্যুর প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষনা করা হয়।উভয় দলকে ১ টি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।
সকাল ৯ ঘটিকার সময় টায়ার-২ এর মৌলভীবাজার ভেন্যুর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট উদ্ভোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ তোফায়েল ইসলাম।উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অারো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা অাওয়ামীলীগে নব নির্বাচিত সাধারন সম্পাদক মিছবাহুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক ও ক্রিকেট উপ-পরিষদের অাহবায়ক অাশরাফুর রহমান,ক্রিকেট উপ-পরিষদের সদস্য সচিব নাহিদ হোসেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ক্রিকেট কোচ মোঃ রাসেল।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম তার বক্তব্যে রাঙামাটি জেলা ও কক্সবাজার জেলা দলসহ বাকী দুইটি দলকে এতদূর থেকে খেলতে অাসায় কৃতজ্ঞতা জানান।তিনি ক্রিকেটকে এগিয়ে নিতে বর্তমান সরকারের অান্তরিকতা ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি সকল খেলোয়ার ও কর্মকর্তাদের ক্রিকেট স্পিরিট বজায় রেখে প্রতিযোগিতাকে সুন্দরভাবে শেষ করার সহযোগিতা করার অাশাবাদ ব্যাক্ত করেন।
উদ্ধোধনী অনুষ্ঠান শেষে থেমে বৃষ্টি হওয়ায় এবং মাঠ খেলার অনুপযুক্ত থাকায় দুপুর ১ ঘটিকায় ম্যাচ রেফারী ম্যাচটি পরিত্যাক্ত ঘোষনা করেন।রাঙামাটি ও কক্সবাজার দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেন।রাঙামাটির পরবর্তী খেলা ৩ নভেম্বর সুনামগঞ্জের সাথে।

Sunday, October 8, 2017

কারাতে স্বর্ণ জিতলো রাঙামাটির অমিত

সেপ্টেম্বর মাসের শেষ দুদিন ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশীপে স্বর্ণ পদক জিতে রাঙামাটি জেলার হয়ে আবারো সুনাম বয়ে আনলো কারাতে খেলোয়াড় অমিত কান্তি দে। ৩০ কেজি ওজন শ্রেণীতে বাকী কারাতেদের ধরাশায়ী করে এ গৌরব অর্জন করে সে।। ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত এবারের কারাতে চ্যাম্পিয়নশীপে অমিত স্বর্ন পদক ছাড়াও জিতেছে ১টি ব্রোঞ্জ। অমিত ছাড়াও রাঙামাটির আরো ৪ কারাতে খেলোয়াড় জিতেছে ৬টি পদক

যার মধ্যে ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ রয়েছে। 
২৯-৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশীপে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া সংস্থার হয়ে সর্বমোট ১২ জন কারাতে খেলোয়াড় বিভিন্ন বয়স এবং ওজন শ্রেনীতে অংশ গ্রহন করে। প্রতিযোগীদের মধ্যে অমিত কান্তি দে কুমিতে (ফাইট) ৩০ কেজি ওজন শ্রেনীতে অংশ গ্রহন করে একমাত্র স্বর্ন পদকটি ছিনিয়ে আনে। সে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। ফুরোমোন জুডো কারাতে এসোসিয়েশন এর নিয়মিত কারাতে শিক্ষার্থী। এর আগে সে ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বিজয় দিবস কারাতে প্রতিযোগীতার কুমিতে (ফাইট) ২৫ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ পদক লাভ করে। রাঙামাটি জেলার হয়ে অমিত একমাত্র কারাতে খেলোয়াড় যে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক লাভ করেছে। ক্রমশঃ সে নিজেকে রাঙামাটির স্বর্ণ বালক হিসেবে নিজেকে পরিচিত করে তুলছে সে। তার বাবা তপন কান্তি দে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থায় চতুর্থ শ্রেনী’র চাকুরীজীবি। রাঙামাটি কারাতে প্রশিক্ষক যশস্বী চাকমা বলেন, অমিত কান্তি দে’কে সরকারী  বেসরকারী পর্যায়ে সহযোগিতা করা গেলে আগামীতে সে একজন বড় মাপের কারাতে খেলোয়াড় হয়ে গড়ে উঠবে।
এদিকে অমিতের অর্জনের পাশাপাশি রাঙামাটির সুদর্শন চাকমা একটি রোপ্য, শ্রাবস্তী তালুকদার ও জোসি চাকমা ২টি করে এবং সর্বোত্তমা চাকমা একটি ব্রোঞ্জ জিতেছে। 
উল্লেখ্য, প্রথম বারের মত আয়োজিত ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশীপ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। প্রতিযোগিতার টিম কুমিতে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এবারের চ্যাম্পিয়নশীপে মোট ৭০টি ক্যাটাগোরীতে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সার্ভিসেস দল, ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ক্লাব হতে প্রায় এক হাজার খেলোয়াড় অংশ গ্রহন করে।

Saturday, September 16, 2017

বিসিবি প্রতিনিধি রাশেদ ইকবালের কনফিডেন্স একাডেমী পরিদর্শন

অাজ শনিবার ১৬ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী পরিদর্শন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের Game Education Administrator রাশেদ ইকবাল।
বিসিবির প্রতিনিধি রাশেদ ইকবাল এ সময় রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ নাছির উদ্দিন সোহেল ও কোচ ইলিয়াস লেথামের সাথে প্রথমে একাডেমীর কার্যক্রম নিয়ে বিস্তারিত অালাপ অালোচনা করেন।পরে একাডেমীর শিক্ষার্থীদের প্র্যাকটিস সেশন পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মূল্যবান উপদেশ প্রদান করেন।তিনি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সারা বাংলাদেশের তৃনমূল ক্রিকেটারদের খেলোয়ার হিসেবে গড়ে তুলতে ক্রিকেট একাডেমীর ভূমিকার কথা স্বীকার করে বলেন,বিসিবির তালিকাভুক্ত কোচরা যেভাবে নতুন ক্রিকেটার তৈরী করতে অাপ্রান চেষ্টা করছে তাতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ান হতে অার বেশি দেরী হবেনা বলে উল্লেখ করেন।তিনি সকলকে একতাবদ্ধ হয়ে জেলায় জেলায় কাজ করে যেতে অনুরোধ করেন।
রাশেদ ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাইয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি জেলাতে সফরে অাছেন।

Saturday, August 12, 2017

রাঙামাটিতে ইনডোর ক্রিকেট গ্রাউন্ড চাই

রাঙামাটিতে ক্রিকেটারদের অনুশীলনের সুবিধা বাড়ানোর জন্য ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ডের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বৃষ্টি ও রাঙামাটি স্টেডিয়াম ছাড়া অার কোন বিকল্প মাঠ না থাকায় ক্রিকেটারদের নিয়মিত অনুশীলন বিঘ্ন ঘটছে।জেলার অধিকাংশ ক্রিকেটার ও বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা বছরের অর্ধেকেরও বেশি সময় বৃষ্টি ও স্টেডিয়ামে অন্যান্য ক্রীড়া ইভেন্ট চলার কারনে পর্যাপ্ত প্র্যাকটিস থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ সু-দৃষ্টি দিলে রাঙামাটির ক্রিকেটাররা উপকৃত হবেন।

Thursday, August 3, 2017

রাঙামাটিতে খালেদ মাহমুদ সুজনের জন্য দোয়া মাহফিল

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রাঙামাটি জেলা শাখা ও সাবেক-বর্তমান ক্রিকেটারদের উদ্দ্যেগে  বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবির পরিচালক,ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও কোয়াবের সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজনের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল পালন করা হয় রাঙামাটি স্টেডিয়ামে।
বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় রাঙামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিল কর্মসূচীতে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনিল কান্তি দে,সাধারন সম্পাদক ও বিসিবির কাউন্সিলর বরুন বিকাশ দেওয়ান,অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি অাহম্মেদ হুমায়ন কবির,জেলা ক্রিকেট কোচ মহিতোষ দেওয়ান,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক শফিউল অাজম,সাবেক জেলা অধিনায়ক ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ নাছির উদ্দিন সোহেল,অফিস সচিব অাব্দুল করিম লালু,সাবেক জেলা অধিনায়ক ইলিয়াস লেথাম,ক্রিকেট উপ-পরিষদের সদস্য সচিব জয়জিৎ খীসা নতুন,ক্রিকেট কমিটির সদস্য মোঃহান্নান,জেলা দলের সাবেক খেলোয়ার বেলাল হোসেন,সাবেক জেলা ক্রিকেটারসহ রাঙামাটি ক্রিকেট একাডেমী ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর খেলোয়াররা অংশগ্রহন করেন।খালেদ মাহমুদ সুজনের দ্রুত অারোগ্য লাভের জন্য সকলে দোয়া ও প্রার্থনার মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।

Saturday, May 27, 2017

শাহীন স্মৃতি চ্যাম্পিয়ন এলইডি টিভি কাপে

২৫ মে শুক্রবার দুপুর ৩ ঘটিকায় ফিসারী ঘাট সংলগ্ন মাঠে রাঙামাটি ক্রিকের্টাস এসোসিয়েশন কর্তৃক দ্বিতীয় বারের মত "এলইডি টিভি কাপ" উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অরুন কান্তি চাকমা,বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন,প্রতিভা ক্রিকেট ক্লাবের সভাপতি অাবু তৈয়ব,সাধারন সম্পাদক পুলক বড়ুয়া,রাঙামাটি জেলা অাম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন ছোটন,রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃএমরান মুন্সি,ক্রিকেট উপ-পরিষদের সদস্য নাসের খান,শিক্ষক দিদারুল অালম,জাহেদসহ বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠক।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির অাহবায়ক ও রাঙামাটি ক্রিকেট কোচ মোঃ নাছির উদ্দিন সোহেল।
প্রধান অতিথির বক্তব্য অরুন কান্তি চাকমা  বলেন,মাদক রুখতে ও শারিরীক গঠন ঠিক রাখতে খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলার মাধ্যমে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তা সুশৃংখল সমাজ ব্যবস্থা ও মাদকমুক্ত সমাজ গড়তে খুবই জরুরী।রাঙামাটি ক্রিকেটার্স এসোসিয়েশনের অাহবায়ক নাছির উদ্দিন সোহেলসহ যারা রাঙামাটিতে এ ধরনের নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট প্রশিক্ষন করছে তাদেরকে উপজেলা চেয়ারম্যান অান্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।তিনি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে এ ধরনের ভালো উদ্দ্যেগে সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান।
ফাইনাল খেলায় শাহীন স্মৃতি সূর্যতরুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।চ্যাম্পিয়ন দল পৌরসভার পক্ষ থেকে এলইডি টিভি ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে তিন হাজার টাকা প্রাইজমানি পান।রানার্সঅাপ দল ট্রফি ও দুই হাজার টাকা প্রাইজমানি পান।এছাড়া সকল ম্যান অব দ্যা ম্যাচ,চ্যাম্পিয়ন,রানার্সঅাপসহ সকলকে ব্যাক্তিগত পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।
টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয় জুয়েল দাশ,সেরা ব্যাটসম্যান ইলিয়াস লেথাম ও সেরা বোলার সালাউদ্দিন।টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহন করেন।

Saturday, April 29, 2017

উদ্ভোধন হল এলইডি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

২৯ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকায় ফিসারী ঘাট সংলগ্ন মাঠে রাঙামাটি ক্রিকের্টাস এসোসিয়েশন কর্তৃক দ্বিতীয় বারের মত "এলইডি টিভি কাপ" উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র জনাব অাকবর হোসেন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন,প্রতিভা ক্রিকেট ক্লাবের সভাপতি অাবু তৈয়ব,সাধারন সম্পাদক পুলক বড়ুয়া। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির অাহবায়ক মোঃ নাছির উদ্দিন সোহেল।
প্রধান অতিথির বক্তব্য অাকবর হোসেন চৌধুরী বলেন,জঙ্গী,সন্ত্রাস ও মাদক রুখতে খেলেধুলার বিকল্প নেই।খেলাধুলার মাধ্যমে যে অান্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তা সুশৃংখল সমাজ ব্যবস্থার জন্য খুবই জরুরী।রাঙামাটি ক্রিকেটার্স এসোসিয়েশনের অাহবায়ক নাছির উদ্দিন সোহেলসহ যারা রাঙামাটিতে এ ধরনের নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট প্রশিক্ষন করছে তাদেরকে মেয়র অান্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।রাঙামাটি পৌরসভাও রাঙামাটি ক্ষুদে ক্রীড়াবিদদের স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষন প্রদানের উদ্দ্যেগ নিবে বলে মেয়র জানান।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ কুমিল্লা রাইডার্স ও তারুন্যর মধ্যে অনুষ্ঠিত হয়।কুমিল্লা রাইডার্স ১১ রানে জয়ী হয়।

Monday, April 24, 2017

রাঙামাটিতে হল বিকেএসপির প্রতিভা অন্বেষণ

সোমবার ২৪ এপ্রিল ২০১৭ ছিল বিকেএসপির ক্রীড়া প্রতিভা অন্বেষণের পার্বত্য জেলা রাঙামাটি স্টেডিয়ামে প্রতিভা অন্বেষণের আসর বসেছিল।

সকাল থেকে জেলা ও উপজেলা থেকে ক্ষুদে খেলোয়াড়দের আগমন ঘটে। সবার চোখেমুখে ছিল বিকেএসপিতে প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাবার দৃঢ় প্রত্যয়।অাগামী দিনে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন।অারো উপস্থিত ছিল রাঙামাটির ফুটবল,ক্রিকেট কোচ, অভিভাবক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।সকলের চোঁখে নিজের সন্তান ও শিক্ষার্থীদের নিয়ে দিনভর টেনশন।রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ ও সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক নাছির উদ্দিন সোহেল বলেন পার্বত্য রাঙামাটিতে মাঠ সংকট ও বিভিন্ন প্রতিবন্ধকতার পরও অামরা চাই কিছু খেলোয়ার জাতীয় পর্যায়ে যেন জেলার প্রতিনিধিত্ব করে জেলার সুনাম বৃদ্ধি করতে পারে সে চেষ্টায় অামরা অাছি।অামাদের স্বপ্ন এখন এসব ক্ষুদে ক্রীড়াবিদদের উপর।সকলে সহযোগিতা করলে রাঙামাটি থেকে বরুন দেওয়ান ও কিংশুক চাকমার মত ক্রিকেট,ফুটবলে অারো খেলোয়ার জাতীয় পর্যায়ে দিতে পারবো।

রাঙামাটি জেলায় মোট ১৭টি ইভেন্টে ১৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়।সারা দেশ থেকে ১০০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করে প্রথমে এক মাসের প্রশিক্ষণ দেয়া হবে। এক মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২০০ জনকে নিয়ে ৪ মাসের আরও ১টি ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তীতে ৪ মাসের প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপি’র ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে।

২০১৭ এর ভর্তি প্রক্রিয়ায় এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা ৮০ ভাগেরও বেশি জনকে বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্যক্রমে ভর্তি করা হয়।

উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্যক্রম ২০১৭’’ এর জেলা পর্যায়ের প্রাথমিক বাছাই পরীক্ষা চলছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট দিনে অবশিষ্ট জেলা সমূহে প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।

Friday, February 17, 2017

রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীতে ভর্তি চলছে

রোজ বিকেলে পাড়ার মাঠে ক্রিকেট খেলে অনিক। পড়াশোনা করে লেকার্স স্কুলে। ছোট বলে বড়দের সঙ্গে খেলার সুযোগ মেলে না। কিন্তু ক্রিকেটই তার ধ্যান-জ্ঞান। বড় হয়ে সাকিব হওয়ার স্বপ্ন ওর। স্বপ্নের পথটা বন্ধুর হলেও চেষ্টা করলেই পাড়ি দেওয়া সম্ভব। কিভাবে? ক্রিকেট খেলার নিয়ম-কানুন আয়ত্ত করতে হবে। নিয়মিত চর্চা করতে হবে। দেশের বেশকটি ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে। দেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি। প্রতিবছর এখান থেকে বেরোচ্ছে প্রশিক্ষিত ক্রিকেটার। তাদের কেউ খেলে জাতীয় লীগে, কেউ ক্লাবে। অনেকেই জাতীয় দলে। অনিকের মতো যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখো, তারা বিকেএসপি কিংবা অন্যান্য ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে পারো। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু উঠে এসেছেন বিকেএসপি থেকে। 

রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী ভর্তি হতে হলে যা যা লাগবেঃ

রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীতে বছরে একবার নয়, সাধারণত সারা বছর জুড়েই পর শিক্ষার্থী ভর্তি করা হয়। অনূর্ধ্ব-১২-১৮ বয়সের ক্রিকেটাররা এখানে প্রশিক্ষণের সুযোগ পায়। একাডেমিটি পরিচালনা করেন রাঙামাটি জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লেভেল ওয়ান কোচ মোঃ নাছির উদ্দিন সোহেল।সহকারী কোচ হিসেবে অাছেন রাঙামাটি জেলা দলের খেলোয়ার ও চট্টগ্রাম লীগ,ঢাকা লীগ খেলা মোঃ ইলিয়াছ লেথাম ও রাঙামাটি জেলা দলের সাবেক ক্রিকেটার ইয়াছিন মিশু।

**যোগাযোগ করুনঃ
নাছির উদ্দিন সোহেল-০১৭৩৪০৩৯৮১৯,
লেথাম-০১৭৮৭১৩৮৮৬৫,
মিশু-০১৮১১৯৬৬২২৮

Thursday, January 26, 2017

এই লেখাটি ছোটদের জন্য

বড়রা এই লেখাটি পড়তে পারবেন না তা নয়; কিন্তু আমার ধারণা, বড় মানুষরা—যাঁদের ছেলেমেয়েরা স্কুল-কলেজে পড়ে—তাঁরা এই লেখাটি পড়ে একটু বিরক্ত হতে পারেন! কিভাবে কিভাবে জানি আমাদের দেশের লেখাপড়াটা হয়ে গেছে পরীক্ষানির্ভর। এ দেশে এখন লেখাপড়ার সঙ্গে শেখার কোনো সম্পর্ক নেই, পরীক্ষায় নম্বর পাওয়ার বিশাল একটা সম্পর্ক। বাচ্চারা স্কুল-কলেজে কিছু শিখল কি না সেটা নিয়ে মা-বাবার কোনো মাথাব্যথা নেই, পরীক্ষায় ভালো নম্বর পেল কি না কিংবা জিপিএ ৫ পেল কি না, সেটা নিয়ে তাঁদের ঘুম নেই। পরীক্ষায় বেশি নম্বর পাওয়াটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে সে জন্য মা-বাবারা রাত জেগে প্রশ্ন ফাঁস হলো কি না, সেটা ফেসবুকে খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও যদি পেয়ে যান, তাহলে তার সমাধান করিয়ে ছেলে-মেয়েদের পেছনে লেগে থাকেন সেটা মুখস্থ করানোর জন্য। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার ঠিক আগে আগে বের হওয়া এমসিকিউ প্রশ্নগুলো নিজেদের স্মার্টফোনে নিয়ে এসে সেগুলো তাঁদের ছেলে-মেয়েদের শেখাতে থাকেন। এখানেই শেষ হয় না, এত কিছুর পরও যদি পরীক্ষার ফল ভালো না হয় তাদের এমন ভাষায় গালাগাল আর অপমান করেন যে বাচ্চাগুলো গলায় দড়ি দেওয়ার কথা চিন্তা করে। আমাদের দেশে কিভাবে কিভাবে জানি এ রকম একটা ‘অভিভাবক প্রজন্ম’ তৈরি হয়েছে, যারা সম্ভবত এ দেশের লেখাপড়ার জন্য সবচেয়ে বড় একটা বাধা! কাজেই যদি এ রকম কোনো একজন অভিভাবক এই লেখাটি পড়া শুরু করেন, তাহলে তাঁকে অনুরোধ, তিনি যেন শুধু শুধু আমার এই লেখাটি পড়ে সকালবেলায়ই তাঁর মেজাজটুকু খারাপ না করেন। তবে পড়া বন্ধ করার আগে সিঙ্গাপুরের একটা স্কুলের প্রিন্সিপালের অভিভাবকদের কাছে লেখা একটা চিঠি পড়ার জন্য অনুরোধ করছি। চিঠিটা বাংলায় অনুবাদ করলে হবে এ রকম :

প্রিয় অভিভাবকরা
আপনাদের ছেলে-মেয়েদের পরীক্ষা কয়েক দিনের মধ্যেই শুরু হবে। আমি জানি, আপনাদের ছেলে-মেয়েরা যেন পরীক্ষায় ভালো করে সে জন্য আপনারা নিশ্চয়ই খুব আশা করে আছেন।

কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ছাত্রদের ভেতরে যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে নিশ্চয়ই একজন শিল্পী আছে, যার গণিত শেখার কোনো দরকার নেই। একজন নিশ্চয়ই ভবিষ্যৎ উদ্যোক্তা আছে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যের প্রয়োজন নেই।

একজন সংগীতশিল্পী আছে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে কিছু আসে-যায় না।

একজন খেলোয়াড় আছে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি, উদাহরণ দেওয়ার জন্য স্কুলিংয়ের কথা বলতে পারি।

যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

তাদের বলবেন, এটা নিয়ে যেন মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছু নয়। তাদের জীবনে আরো অনেক বড় কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে।

তাদের বলুন, পরীক্ষায় তারা যত নম্বরই পাক, আপনি সব সময় তাদের ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তাদের বিচার করবেন না!

প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে! একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না।

আরেকটি কথা, প্লিজ, মনে রাখবেন শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়াররাই এই পৃথিবীর একমাত্র সুখী মানুষ নয়।

অনেক শুভেচ্ছার সঙ্গে
প্রিন্সিপাল

(চিঠিটাতে স্কুলিং নামে একটা ছেলের কথা বলা হয়েছে, এই বাচ্চা ছেলেটি অলিম্পিকে সাঁতারে সোনার মেডেল পেয়েছিল!)

সিঙ্গাপুরের স্কুলের এই প্রিন্সিপালের চিঠিটা আসলে শুধু তাঁর দেশের ছাত্রছাত্রীদের অভিভাবকদের জন্য নয়, আমাদের দেশের অভিভাবকদের জন্যও সত্যি। আমরা ভুলে যাই কিংবা হয়তো জানিই না যে একটি শিশুর অনেক রকম বুদ্ধিমত্তা থাকতে পারে এবং তার মধ্যে আমরা শুধু লেখাপড়ার বুদ্ধিমত্তাটাই যাচাই করি! এই লেখাপড়ার বুদ্ধিমত্তা ছাড়াও তার অন্য বুদ্ধিমত্তা দিয়েই যে একটা ছেলে বা মেয়ে অনেক বড় হতে পারে, সেটা আমাদের বুঝতে হবে। আমি অনেক দিন থেকে ছেলে-মেয়েদের পড়িয়ে আসছি, যতই দিন যাচ্ছে ততই আমার কাছে স্পষ্ট হচ্ছে পরীক্ষার ফলের সঙ্গে একজনের জীবনের সাফল্য-ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। আমার দেখা যে ছেলেটি বা মেয়েটি এই সমাজ, দেশ কিংবা পৃথিবীকে সবচেয়ে বেশি দিয়েছে সে পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তা কিন্তু সত্যি নয়!

২.
আইনস্টাইন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, তাঁর কথাগুলোর মধ্যে যে কথাটা আমার সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে : ‘কল্পনা করার শক্তি জ্ঞান থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ!’ আইনস্টাইন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন, জ্ঞানের গুরুত্বটুকু যদি কেউ বুঝতে পারে, সেটা বোঝার কথা তাঁর মতো একজন বিজ্ঞানীর। কিন্তু এই মানুষটিই কিন্তু জ্ঞান থেকে বেশি গুরুত্ব দিয়েছেন কল্পনাশক্তিকে। কারণটা কী?

সেটা বোঝার জন্য আমাদের রকেট সায়েন্টিস্ট হতে হবে না, একটুখানি চিন্তা করলেই বোঝা যায়। আমরা যেটাকে জ্ঞান বলি সেটা আমরা চেষ্টাচরিত্র করে পেয়ে যেতে পারি। যদি আমরা কিছু একটা না জানি, খুঁজে পেতে তার কিছু বই এনে সেগুলো ঘাঁটাঘাঁটি করে, জার্নাল পেপার পড়ে, অন্যদের সঙ্গে কথা বলে আমরা সেগুলো জেনে নিতে পারি। সোজা কথায় জ্ঞান অর্জন করতে পারি, সেটা অর্জন করতে চাই কি না কিংবা তার জন্য পরিশ্রম করতে রাজি আছি কি না, সেটা হচ্ছে একমাত্র প্রশ্ন।

কিন্তু যদি আমাদের কল্পনাশক্তি না থাকে, তাহলে কি আমরা চেষ্টাচরিত্র করে, খাটাখাটুনি করে সেই কল্পনাশক্তি অর্জন করতে পারব?

পারব না। শত মাথা কুটলেও আমরা কল্পনাশক্তি বাড়াতে পারব না। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ যখন একটি শিশু জন্ম নেয়, তার ভেতরে অন্য সব কিছুর সঙ্গে প্রচুর পরিমাণ কল্পনাশক্তি থাকে। আমাদের কাজ খুব সহজ, সেই কল্পনাশক্তিটুকুকে বাঁচিয়ে রাখতে হবে। আর কিছু নয়।

আমরা মোটেও সেটা করি না। শুধু যে করি না তা নয়, সেটাকে যত্ন করে নষ্ট করি। আমি লিখে দিতে পারি, এ দেশের অনেক অভিভাবক মনে করেন যে ভালো লেখাপড়া মানে হচ্ছে ভালো মুখস্থ করা! সবাই নিশ্চয়ই এটা লক্ষ করেছে যে অনেক ছেলে-মেয়েকে বই নিয়ে পড়তে বসার কথা বললে তারা চোখ বন্ধ করে মুখস্থ করা শুরু করে। আমি নিজের চোখে পত্রিকায় একটি স্কুলের বিজ্ঞাপন দেখেছি, যেখানে বড় বড় করে লেখা আছে, ‘এখানে মুখস্থ করানোর সুবন্দোবস্ত আছে!’ আমার মনে হয়, আমি যদি দেখতাম সেখানে লেখা আছে ‘এখানে মস্তানি শেখার সুবন্দোবস্ত আছে’, তাহলেও আমি কম আতঙ্কিত হতাম।

যে কেউ ইচ্ছা করলে আমার কথাটা পরীক্ষা করে দেখতে পারেন। যে বাচ্চা স্কুলে যেতে শুরু করেনি, যাকে এখনো লেখাপড়া শুরু করানো হয়নি তাকে যেকোনো বিষয় নিয়ে প্রশ্ন করলে নিজের মতো করে উত্তর দিয়ে দেবে। একটু চেষ্টা করলেই তার ভেতর থেকে কাল্পনিক বিষয় বের করে নিয়ে আসা যাবে, ছোট একটা কাপড়ের পুতুলকে ‘বউ’ হিসেবে কল্পনা করে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেবে। এক টুকরো লাঠিকে একটা ‘গাড়ি’ হিসেবে কল্পনা করে ছোট শিশু সারা বাড়ি ছুটে বেড়াবে। কিন্তু সেই শিশুটি যখন ভালো স্কুলে লেখাপড়া করবে, অভিভাবকরা উপদেশ দেবেন, প্রাইভেট টিউটর তাকে জটিল বিষয় শিখিয়ে দেবেন, কোচিং সেন্টার মডেল পরীক্ষার পর মডেল পরীক্ষা নিয়ে তাকে প্রস্তুত করে দেবে, তখন আমরা আবিষ্কার করব সে যে জিনিসগুলো শিখেছে তার বাইরের একটা প্রশ্নেরও উত্তর দিতে পারে না। বানিয়ে কিছু লিখতে পারে না, কল্পনা করতে পারে না। একটা আস্ত মানুষকে আমরা পুরোপুরি রোবট বানিয়ে ফেলি।

একটি শিশুর কল্পনাশক্তিকে বাঁচিয়ে রাখা অনেকটা তার মস্তিষ্ককে অক্ষত রাখার মতো। শিশুটি অনেক কিছু শিখেছে; কিন্তু মস্তিষ্কের সর্বনাশ করে ফেলেছে, তার কাছে আমরা খুব বেশি কিছু চাইতে পারব না। তার তুলনায় যে বিশেষ কিছু শিখেনি কিন্তু মস্তিষ্কটা পুরোপুরি সজীব আছে, সৃষ্টিশীল আছে, তার কাছে আমরা অনেক কিছু আশা করতে পারি।

মনে আছে, একবার কোনো এক জায়গায় বেড়াতে গেছি এবং একটি শিশু আমাকে দেখে ছুটে এসে আমার সঙ্গে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। আমি এক ধরনের মুগ্ধ বিস্ময় নিয়ে আবিষ্কার করলাম, এইটুকুন একটি শিশু কিন্তু সে কত কিছু জানে এবং আরো জানার জন্য আমার কাছে তার কত রকম প্রশ্ন, আমি উত্তর দিয়ে শেষ করতে পারি না।

কিছুক্ষণ পর তার মায়ের সঙ্গে দেখা হলো। মা মুখ ভার করে আমার কাছে অভিযোগ করে বললেন, ‘আমার এই ছেলেটি মোটে লেখাপড়া করতে চায় না, দিনরাত গল্পের বই পড়ে। আপনি প্লিজ, তাকে একটু উপদেশ দিয়ে দেবেন যেন সে একটুখানি লেখাপড়া করে?’

আমি তার মাকে বললাম, ক্লাস এইটে ওঠার আগে কোনো লেখাপড়া নেই। সে এখন যা করছে তাকে সেটাই করতে দিন, কারণ সে একেবারে ঠিক জিনিসটা করছে।

তারপর ছেলেটিকে ফিসফিস করে বললাম, তুমি তোমার স্কুলে গিয়ে তোমার বন্ধুবান্ধবকে আমার কথা বলবে যে আমি বলেছি ক্লাস এইটের আগে কোনো লেখাপড়া নেই। এখন যা মন চায় তা-ই করো, গল্পের বই পড়ো, ছবি আঁকো, ক্রিকেট খেলো।

আমার কথা শুনে মা বেচারির হার্টফেল করার অবস্থা। আমি জানি, এই ছোট ছেলেটিকেও একসময় স্কুল, শিক্ষক, অভিভাবক, প্রাইভেট টিউটর আর কোচিং সেন্টার মিলে সাইজ করে ফেলবে। তার পরও আমি আশা করে থাকি এই ছোট বাচ্চাগুলো হয়তো তাদের অসম্ভব প্রাণশক্তি, স্বপ্ন আর কল্পনাশক্তিতে টিকে থাকবে। তাদের কেউ কেউ হয়তো রোবট নয়, সত্যিকার মানুষ হয়ে বড় হবে।

মস্তিষ্ক বাঁচিয়ে রাখা বা কল্পনা করার ক্ষমতা ধরে রাখার একটা খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে বই পড়া। সারা পৃথিবীই এখন খুব দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে, ইন্টারনেট-ফেসবুক এসব প্রযুক্তির কারণে আমাদের শিশুরা বই পড়ার জগৎ থেকে সরে আসতে শুরু করেছে। আগে পৃথিবীর সব শিশু মাথা গুঁজে বই পড়ত, তাদের চোখের সামনে থাকত ছোট একটি বই; কিন্তু তাদের মাথার ভেতরে উন্মুক্ত হতো কল্পনার বিশাল একটা জগৎ! এখন এই শিশুদের চোখের সামনে থাকে কম্পিউটার কিংবা ট্যাবের স্ক্রিন, সেখানে তারা দেখে ঝকঝকে ছবি কিংবা ভিডিও কিংবা চোখ ধাঁধানো গ্রাফিকসের কম্পিউটার গেম। তাদের মাথার ভেতরেও থাকে সেই একই ছবি, একই ভিডিও কিংবা একই গ্রাফিকস, কল্পনার বিশাল একটা জগৎ আর উন্মুক্ত হয় না। কী দুঃখের একটি ব্যাপার!

আমি জানি, আজ হোক, কাল হোক, পৃথিবীর সব বড় জ্ঞানী-গুণী মানুষ বলবেন, ছোট শিশুদের ইন্টারনেট-কম্পিউটার গেম আর ফেসবুকের জগতে পুরোপুরি ছেড়ে দেওয়ার কাজটা একেবারে ঠিক হয়নি, তাদের আরো অনেক বেশি বই পড়তে দেওয়া উচিত ছিল!

বইমেলা আসছে। আমি সব অভিভাবককে বলব, শিশুর হাত ধরে তাকে বইমেলায় নিয়ে আসুন, তাকে কয়েকটি বই কিনে দিন। একটি ছোট শিশুকে যদি একটিবার বই পড়ার অভ্যাস করিয়ে দিতে পারেন, তাহলে আপনি সারা জীবনের জন্য নিশ্চিত হয়ে যাবেন।

ছেলে-মেয়ে মানুষ করার এত সহজ উপায় থাকতে আমরা কেন তাদের ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা করি?

(মুহম্মদ জাফর ইকবাল)