ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রাঙামাটি জেলা শাখা ও সাবেক-বর্তমান ক্রিকেটারদের উদ্দ্যেগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবির পরিচালক,ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও কোয়াবের সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজনের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল পালন করা হয় রাঙামাটি স্টেডিয়ামে।
বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় রাঙামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিল কর্মসূচীতে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনিল কান্তি দে,সাধারন সম্পাদক ও বিসিবির কাউন্সিলর বরুন বিকাশ দেওয়ান,অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি অাহম্মেদ হুমায়ন কবির,জেলা ক্রিকেট কোচ মহিতোষ দেওয়ান,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক শফিউল অাজম,সাবেক জেলা অধিনায়ক ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ নাছির উদ্দিন সোহেল,অফিস সচিব অাব্দুল করিম লালু,সাবেক জেলা অধিনায়ক ইলিয়াস লেথাম,ক্রিকেট উপ-পরিষদের সদস্য সচিব জয়জিৎ খীসা নতুন,ক্রিকেট কমিটির সদস্য মোঃহান্নান,জেলা দলের সাবেক খেলোয়ার বেলাল হোসেন,সাবেক জেলা ক্রিকেটারসহ রাঙামাটি ক্রিকেট একাডেমী ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর খেলোয়াররা অংশগ্রহন করেন।খালেদ মাহমুদ সুজনের দ্রুত অারোগ্য লাভের জন্য সকলে দোয়া ও প্রার্থনার মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।
Thursday, August 3, 2017
রাঙামাটিতে খালেদ মাহমুদ সুজনের জন্য দোয়া মাহফিল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment