২৫ মে শুক্রবার দুপুর ৩ ঘটিকায় ফিসারী ঘাট সংলগ্ন মাঠে রাঙামাটি ক্রিকের্টাস এসোসিয়েশন কর্তৃক দ্বিতীয় বারের মত "এলইডি টিভি কাপ" উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অরুন কান্তি চাকমা,বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন,প্রতিভা ক্রিকেট ক্লাবের সভাপতি অাবু তৈয়ব,সাধারন সম্পাদক পুলক বড়ুয়া,রাঙামাটি জেলা অাম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন ছোটন,রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃএমরান মুন্সি,ক্রিকেট উপ-পরিষদের সদস্য নাসের খান,শিক্ষক দিদারুল অালম,জাহেদসহ বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠক।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির অাহবায়ক ও রাঙামাটি ক্রিকেট কোচ মোঃ নাছির উদ্দিন সোহেল।
প্রধান অতিথির বক্তব্য অরুন কান্তি চাকমা বলেন,মাদক রুখতে ও শারিরীক গঠন ঠিক রাখতে খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলার মাধ্যমে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তা সুশৃংখল সমাজ ব্যবস্থা ও মাদকমুক্ত সমাজ গড়তে খুবই জরুরী।রাঙামাটি ক্রিকেটার্স এসোসিয়েশনের অাহবায়ক নাছির উদ্দিন সোহেলসহ যারা রাঙামাটিতে এ ধরনের নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট প্রশিক্ষন করছে তাদেরকে উপজেলা চেয়ারম্যান অান্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।তিনি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে এ ধরনের ভালো উদ্দ্যেগে সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান।
ফাইনাল খেলায় শাহীন স্মৃতি সূর্যতরুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।চ্যাম্পিয়ন দল পৌরসভার পক্ষ থেকে এলইডি টিভি ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে তিন হাজার টাকা প্রাইজমানি পান।রানার্সঅাপ দল ট্রফি ও দুই হাজার টাকা প্রাইজমানি পান।এছাড়া সকল ম্যান অব দ্যা ম্যাচ,চ্যাম্পিয়ন,রানার্সঅাপসহ সকলকে ব্যাক্তিগত পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।
টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয় জুয়েল দাশ,সেরা ব্যাটসম্যান ইলিয়াস লেথাম ও সেরা বোলার সালাউদ্দিন।টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহন করেন।
Saturday, May 27, 2017
শাহীন স্মৃতি চ্যাম্পিয়ন এলইডি টিভি কাপে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment