Sunday, October 8, 2017

কারাতে স্বর্ণ জিতলো রাঙামাটির অমিত

সেপ্টেম্বর মাসের শেষ দুদিন ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশীপে স্বর্ণ পদক জিতে রাঙামাটি জেলার হয়ে আবারো সুনাম বয়ে আনলো কারাতে খেলোয়াড় অমিত কান্তি দে। ৩০ কেজি ওজন শ্রেণীতে বাকী কারাতেদের ধরাশায়ী করে এ গৌরব অর্জন করে সে।। ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত এবারের কারাতে চ্যাম্পিয়নশীপে অমিত স্বর্ন পদক ছাড়াও জিতেছে ১টি ব্রোঞ্জ। অমিত ছাড়াও রাঙামাটির আরো ৪ কারাতে খেলোয়াড় জিতেছে ৬টি পদক

যার মধ্যে ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ রয়েছে। 
২৯-৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশীপে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া সংস্থার হয়ে সর্বমোট ১২ জন কারাতে খেলোয়াড় বিভিন্ন বয়স এবং ওজন শ্রেনীতে অংশ গ্রহন করে। প্রতিযোগীদের মধ্যে অমিত কান্তি দে কুমিতে (ফাইট) ৩০ কেজি ওজন শ্রেনীতে অংশ গ্রহন করে একমাত্র স্বর্ন পদকটি ছিনিয়ে আনে। সে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। ফুরোমোন জুডো কারাতে এসোসিয়েশন এর নিয়মিত কারাতে শিক্ষার্থী। এর আগে সে ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বিজয় দিবস কারাতে প্রতিযোগীতার কুমিতে (ফাইট) ২৫ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ পদক লাভ করে। রাঙামাটি জেলার হয়ে অমিত একমাত্র কারাতে খেলোয়াড় যে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক লাভ করেছে। ক্রমশঃ সে নিজেকে রাঙামাটির স্বর্ণ বালক হিসেবে নিজেকে পরিচিত করে তুলছে সে। তার বাবা তপন কান্তি দে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থায় চতুর্থ শ্রেনী’র চাকুরীজীবি। রাঙামাটি কারাতে প্রশিক্ষক যশস্বী চাকমা বলেন, অমিত কান্তি দে’কে সরকারী  বেসরকারী পর্যায়ে সহযোগিতা করা গেলে আগামীতে সে একজন বড় মাপের কারাতে খেলোয়াড় হয়ে গড়ে উঠবে।
এদিকে অমিতের অর্জনের পাশাপাশি রাঙামাটির সুদর্শন চাকমা একটি রোপ্য, শ্রাবস্তী তালুকদার ও জোসি চাকমা ২টি করে এবং সর্বোত্তমা চাকমা একটি ব্রোঞ্জ জিতেছে। 
উল্লেখ্য, প্রথম বারের মত আয়োজিত ফেডারেশন কাপ কারাতে চ্যাম্পিয়নশীপ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। প্রতিযোগিতার টিম কুমিতে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এবারের চ্যাম্পিয়নশীপে মোট ৭০টি ক্যাটাগোরীতে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সার্ভিসেস দল, ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ক্লাব হতে প্রায় এক হাজার খেলোয়াড় অংশ গ্রহন করে।

No comments:

Post a Comment