অাজ শনিবার ১৬ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী পরিদর্শন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের Game Education Administrator রাশেদ ইকবাল।
বিসিবির প্রতিনিধি রাশেদ ইকবাল এ সময় রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ নাছির উদ্দিন সোহেল ও কোচ ইলিয়াস লেথামের সাথে প্রথমে একাডেমীর কার্যক্রম নিয়ে বিস্তারিত অালাপ অালোচনা করেন।পরে একাডেমীর শিক্ষার্থীদের প্র্যাকটিস সেশন পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মূল্যবান উপদেশ প্রদান করেন।তিনি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সারা বাংলাদেশের তৃনমূল ক্রিকেটারদের খেলোয়ার হিসেবে গড়ে তুলতে ক্রিকেট একাডেমীর ভূমিকার কথা স্বীকার করে বলেন,বিসিবির তালিকাভুক্ত কোচরা যেভাবে নতুন ক্রিকেটার তৈরী করতে অাপ্রান চেষ্টা করছে তাতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ান হতে অার বেশি দেরী হবেনা বলে উল্লেখ করেন।তিনি সকলকে একতাবদ্ধ হয়ে জেলায় জেলায় কাজ করে যেতে অনুরোধ করেন।
রাশেদ ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাইয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি জেলাতে সফরে অাছেন।
Saturday, September 16, 2017
বিসিবি প্রতিনিধি রাশেদ ইকবালের কনফিডেন্স একাডেমী পরিদর্শন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment