Tuesday, October 31, 2017

শ্বাসরুদ্ধকর ম্যাচে খাগড়াছড়ি এক উইকেটে জয়ী

৩৮ তম জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট প্রতিযোগিতার টায়ার-১ এর মৌলভীবাজার ভেন্যুতে অাজ সোমবার শ্বাসরুদ্ধকর এক ম্যাচে খাগড়াছড়ি জেলা দল সুনামগঞ্জ জেলা দলকে এক উইকেটে পরাজিত করে দারুন শুভ সূচনা করেছে।
সকালে গত দুইদিনের বৃষ্টির কারনে মাঠের কিছু স্থান খেলার অনুপযুক্ত থাকায় খেলা নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর শুরু হয়।অাম্পায়াররা দুপুর ১২ টায় ৩০ ওভারের কার্টেল ওভার ম্যাচ শুরু করেন।সুনামগঞ্জ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শক্তিশালী সুনামগঞ্জ জেলা দল।তিন ওভার পরে অাবারো পঞ্চম ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪ উইকেটে ১৮ রান করে ভীষন বিপদে পড়ে সুনামগঞ্জ  জেলা।সে বিপর্যয় থেকে তাজিন ও নিপু সুনামগঞ্জকে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেটে সম্মানজনক স্কোর ১১৪ রানে নিয়ে যান।তাজিন ও নিপু উভয়ে ১৯ রান করে করেন।খাগড়াছড়ির মমিন ও কাদের ৩ টি করে উইকেট নেন।
বিরতির পর খাগড়াছড়ি জেলা দল প্রথমে দুই উইকেট হারালেও বাকী ব্যাটসম্যানরা সতর্ক হয়ে খেলতে থাকেন।ম্যাচের এক পর্যায়ে অাস্কিং রেট বাড়াতে গিয়ে খাগড়াছড়ি দ্রুত উইকেট হারাতে থাকে।খাগড়াছড়ির জেলার জেতার জন্য শেষ ওভারে ৯ রানের প্রয়োজন পড়ে হাতে শেষ উইকেট।প্রথম দুই বলে ৩ রান নিয়ে শেষ তিন বলে ৬ রানের সমিকরনের সময় খাগড়াছড়ি জেলা দলের অারমান ওভারের চতুর্থ বলে বোলারের মাথার উপর দিয়ে সোজা ছয় মেরে দলকে অবিশ্বাস্য ১ উইকেটের জয় এনে দেন।অারমান অপরাজিত ২৫ রান ও ১ উইকেট পেয়ে ম্যান অব দি ম্যাচ হন।

No comments:

Post a Comment