Thursday, November 2, 2017

কক্সবাজারের কাছে খাগড়াছড়ি হারলো ১০ উইকেটে!

৩৮ তম জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট প্রতিযোগিতার টায়ার-১ এর মৌলভীবাজার ভেন্যুতে অাজ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা দলকে কক্সবাজার জেলা দল ১০ উইকেটে পরাজিত করে।
সকালে কক্সবাজার টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয়।খাগড়াছড়ি জেলা দল প্রথম থেকেই কক্সবাজার বোলিং অ্যাটাকের বিপক্ষে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।সে বিপর্যয় থেকে কেউ প্রতিরোধ করতে না পারায় মাত্র ৩৩.৩ ওভারে ১০ উইকেটে মাত্র ৫৪ রানে অল অাউট হয়ে যায়।কক্সবাজারের জুনায়েদ ৩ ও ইউনুস ২ টি করে উইকেট নেন।
বিরতির পর কক্সবাজার জেলা দল প্রথম থেকে সতর্ক হয়ে খেলতে থাকেন।ওপেনার হিরো অপরাজিত ২৩ ও  রুবেল অপরাজিত ২৪ করে ১৭.৪ ওভারে ৫৫ রান করে দলকে ১০ উইকেটের বিশাল জয় এনে দেন।
কক্সবাজার প্রথম ম্যাচ বৃষ্টির কারনে রাঙামাটির সাথে পয়েন্ট ভাগাভাগি করে অার খাগড়াছড়ি প্রথম ম্যাচে সুনামগঞ্জকে ১ উইকেটে পরাজিত করে।

No comments:

Post a Comment