১৫ জানুয়ারী সোমবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের প্রথম ম্যাচে সিলেট জেলা দলকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।
সকালে টসে জয়লাভ করে রাঙামাটি অনুর্ধ্ব ১৬ দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ৩১.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান করে।রাঙামাটির হাবিব ২৪ ও রহিম ২৬ রান করে।সিলেট জেলার ফাহাদ ৫ ও রিহাদ ৩ উইকেট করে লাভ করেন।
বিরতির পর সিলেট জেলা দল জয়ের জন্য ১০৯ রানের লক্ষে খেলতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে।রাঙামাটির শান্ত, ইফতি ও রুপায়নের ত্রিমুখী স্পিন ফাঁদে পড়ে শক্তিশালী সিলেট জেলা দল ২১.১ ওভারে ৯৩ রানে অলঅাউট হয়ে ১৫ রানে পরাজয় বরন করে নেয়।রাঙামাটির তিন স্পিন ত্রয়ী শান্ত ৫, ইফতি ৩ ও রুপায়ন ২ উইকেট নিয়ে সিলেটকে ধ্বসিয়ে দেন।
রাঙামাটির পরবর্তী খেলা চট্টগ্রামের সাথে।ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
Monday, January 15, 2018
সিলেটকে হারালো রাঙামাটি অনুর্ধ্ব ১৬ দল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment