Monday, April 24, 2017

রাঙামাটিতে হল বিকেএসপির প্রতিভা অন্বেষণ

সোমবার ২৪ এপ্রিল ২০১৭ ছিল বিকেএসপির ক্রীড়া প্রতিভা অন্বেষণের পার্বত্য জেলা রাঙামাটি স্টেডিয়ামে প্রতিভা অন্বেষণের আসর বসেছিল।

সকাল থেকে জেলা ও উপজেলা থেকে ক্ষুদে খেলোয়াড়দের আগমন ঘটে। সবার চোখেমুখে ছিল বিকেএসপিতে প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাবার দৃঢ় প্রত্যয়।অাগামী দিনে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন।অারো উপস্থিত ছিল রাঙামাটির ফুটবল,ক্রিকেট কোচ, অভিভাবক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।সকলের চোঁখে নিজের সন্তান ও শিক্ষার্থীদের নিয়ে দিনভর টেনশন।রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ ও সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক নাছির উদ্দিন সোহেল বলেন পার্বত্য রাঙামাটিতে মাঠ সংকট ও বিভিন্ন প্রতিবন্ধকতার পরও অামরা চাই কিছু খেলোয়ার জাতীয় পর্যায়ে যেন জেলার প্রতিনিধিত্ব করে জেলার সুনাম বৃদ্ধি করতে পারে সে চেষ্টায় অামরা অাছি।অামাদের স্বপ্ন এখন এসব ক্ষুদে ক্রীড়াবিদদের উপর।সকলে সহযোগিতা করলে রাঙামাটি থেকে বরুন দেওয়ান ও কিংশুক চাকমার মত ক্রিকেট,ফুটবলে অারো খেলোয়ার জাতীয় পর্যায়ে দিতে পারবো।

রাঙামাটি জেলায় মোট ১৭টি ইভেন্টে ১৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়।সারা দেশ থেকে ১০০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করে প্রথমে এক মাসের প্রশিক্ষণ দেয়া হবে। এক মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২০০ জনকে নিয়ে ৪ মাসের আরও ১টি ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তীতে ৪ মাসের প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপি’র ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে।

২০১৭ এর ভর্তি প্রক্রিয়ায় এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা ৮০ ভাগেরও বেশি জনকে বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্যক্রমে ভর্তি করা হয়।

উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্যক্রম ২০১৭’’ এর জেলা পর্যায়ের প্রাথমিক বাছাই পরীক্ষা চলছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট দিনে অবশিষ্ট জেলা সমূহে প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।

No comments:

Post a Comment