Friday, February 17, 2017

রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীতে ভর্তি চলছে

রোজ বিকেলে পাড়ার মাঠে ক্রিকেট খেলে অনিক। পড়াশোনা করে লেকার্স স্কুলে। ছোট বলে বড়দের সঙ্গে খেলার সুযোগ মেলে না। কিন্তু ক্রিকেটই তার ধ্যান-জ্ঞান। বড় হয়ে সাকিব হওয়ার স্বপ্ন ওর। স্বপ্নের পথটা বন্ধুর হলেও চেষ্টা করলেই পাড়ি দেওয়া সম্ভব। কিভাবে? ক্রিকেট খেলার নিয়ম-কানুন আয়ত্ত করতে হবে। নিয়মিত চর্চা করতে হবে। দেশের বেশকটি ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে। দেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি। প্রতিবছর এখান থেকে বেরোচ্ছে প্রশিক্ষিত ক্রিকেটার। তাদের কেউ খেলে জাতীয় লীগে, কেউ ক্লাবে। অনেকেই জাতীয় দলে। অনিকের মতো যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখো, তারা বিকেএসপি কিংবা অন্যান্য ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে পারো। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু উঠে এসেছেন বিকেএসপি থেকে। 

রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী ভর্তি হতে হলে যা যা লাগবেঃ

রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীতে বছরে একবার নয়, সাধারণত সারা বছর জুড়েই পর শিক্ষার্থী ভর্তি করা হয়। অনূর্ধ্ব-১২-১৮ বয়সের ক্রিকেটাররা এখানে প্রশিক্ষণের সুযোগ পায়। একাডেমিটি পরিচালনা করেন রাঙামাটি জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লেভেল ওয়ান কোচ মোঃ নাছির উদ্দিন সোহেল।সহকারী কোচ হিসেবে অাছেন রাঙামাটি জেলা দলের খেলোয়ার ও চট্টগ্রাম লীগ,ঢাকা লীগ খেলা মোঃ ইলিয়াছ লেথাম ও রাঙামাটি জেলা দলের সাবেক ক্রিকেটার ইয়াছিন মিশু।

**যোগাযোগ করুনঃ
নাছির উদ্দিন সোহেল-০১৭৩৪০৩৯৮১৯,
লেথাম-০১৭৮৭১৩৮৮৬৫,
মিশু-০১৮১১৯৬৬২২৮

No comments:

Post a Comment