প্রায় দুই বছর ধরে তবলছড়িতে রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী নিজেদের কর্মসূচী চালিয়ে অাজ ৩০ শে ডিসেম্বর রাঙামাটি স্টেডিয়ামে নিজেদের প্রশিক্ষন কর্মসূচী শুরু করলো।একাডেমী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান কোচ নাছির উদ্দিন সোহেল, সহকারী কোচ মোঃইলিয়াস লেথামের অান্তরিক প্রচেষ্টায় অবশেষে রাঙামাটি ক্ষুদে ক্রিকেটারদের জন্য একটি ভালো ও অাধুনিক প্রশিক্ষন সরঞ্জামসহ যুগোপযোগী ক্রিকেট একাডেমী গড়ে তোলে গত দুই বছর তবলছড়িতে নিজেদের কার্যক্রম চালাচ্ছিলো।২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এই একাডেমীর শিক্ষার্থীরা স্কুল ক্রিকেট ও বয়স ভিত্তিক ক্রিকেটে জেলার পক্ষে খেলে সকলের সুনাম অর্জন করে চলেছে।পার্বত্য এলাকার ক্রিকেটকে অবহেলার জায়গা থেকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে এ একাডেমীর মূল কাজ বলে জানানো হয়।
অাজ ৩ ঘটিকার সময় রাঙামাটি স্টেডিয়ামে উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বাবু সুনিল কান্তি দে,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বরুন বিকাশ দেওয়ান,কোষাদক্ষ মনিরুল ইসলাম ও অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি অাহম্মেদ হুমায়ন কবিরসহ একাডেমীর কর্মকর্তা শিক্ষার্থীরা।অতিথিবৃন্দ এ ধরনের উদ্দ্যেগকে সাধুবাদ জানান এবং তৃনমূল পর্যায়ে ক্ষুদে ক্রিকেটারদের খুঁজে এনে সঠিক প্রশিক্ষন দ্বারা জাতীয় পর্যায়ে ক্রিকেটার তৈরী করতে সকলের প্রতি অাহবান জানান।অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমীর চেয়ারম্যান ও প্রধান কোচ নাছির উদ্দিন সোহেল।সহকারী দুই কোচ মোঃইলিয়াস লেথাম ও ইয়াসিন মিশু পরে শিক্ষার্থীদের অানুষ্ঠানিক প্রশিক্ষন করান।
Friday, December 30, 2016
রাঙামাটি স্টেডিয়ামে যাত্রা শুরু করলো কনফিডেন্স
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment