Monday, December 26, 2016

২য় ম্যাচে ৪৪ রানে অলঅাউট রাঙামাটি অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার অনুর্ধ্ব ১৪ বয়স ভিত্তিক  জাতীয় ক্রিকেট বিভাগীয় প্রতিযোগিতা  ২০১৬-১৭ ক্রিকেটে ২৬ ডিসেম্বর সোমবার বান্দরবান স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে রাঙামাটি জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল ৭ উইকেটের বড় ব্যবধানে ফেনীর কাছে পরাজিত হয়েছে।ম্যাচে টসে জিতে রাঙামাটি জেলা দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।রাঙামাটি জেলা দল প্রথম থেকেই উইকেট হারাতে থাকে।রাঙামাটির ব্যাটসম্যানরা ফেনীর আসিবুল হক ও অাতিকুল ইসলামের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে।অাসিবুল ৮ ওভার বল করে ২৯ রানে ৪ উইকেট ও অাতিকুল ৫ ওভার বল করে ১০ রানে ৫ উইকেট লাভ করে রাঙামাটিকে বিপর্যস্ত করে দেয়। রাঙামাটির ব্যাটসম্যানদের কেউ দুই অংকের ঘরে পোঁছাতে পারেনি। শাহজাদা অাবির ৯ ও নাঈমুল ইসলাম তুর্য ৮ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার হন। রাঙামাটি মাত্র ১৫.৫ ওভারে ৪৪ রানে অলআউট হয়ে যায়।
ফেনী জেলা দল বিরতির পর সহজ লক্ষ্য ৪৫ রানের টার্গেটে নেমে ৩ উইকেট হারিয়ে ১০.১ ওভারে জয়ের লক্ষ্য পোঁছে যায়।ফেনীর রফিকুল ১৬ ও অাতিকুল ১৭ রান করে দলকে জয়ের বন্দরে পোঁছে দেন।রাঙামাটির রাসেদুল ২ ও অাবির ১টি করে উইকেট লাভ করেন।
রাঙামাটি গতকাল প্রথম ম্যাচে চট্টগ্রামের কাছে ৮ উইকেটে পরাজিত হয়।রাঙামাটি জেলা দলের সাথে কোচ হিসেবে রয়েছেন জেলা কোচ মহিতোষ দেওয়ান ও ম্যানেজার মোঃ হান্নান দীপ্ত।

No comments:

Post a Comment