বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার অনুর্ধ্ব ১৪ বয়স ভিত্তিক জাতীয় ক্রিকেট বিভাগীয় প্রতিযোগিতা ২০১৬-১৭ ক্রিকেটে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বান্দরবান স্টেডিয়ামে রাঙামাটি জেলা অনুর্ধ্ব ১৪ দল নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ৩৩৮ রানের রেকর্ড বড় ব্যবধানে ফেনীর কাছে অাবারও পরাজিত হয়েছে।বয়স ভিত্তিক ক্রিকেটের জুনিয়র লেবেলে ফেনীর এ রেকর্ডে বিস্মিত সকলে।রাঙামাটি সকালে টসে জিতে সবাইকে অবাক করে দিয়ে শক্তিশালী ফেনী দলকে ব্যাটিংয়ে পাঠায়।ফেনী ব্যাটিংয়ে নেমেই রাঙামাটি ক্ষুদে বোলারদের প্রথম থেকেই বাউন্ডারী ও ওভার বাউন্ডারীতে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে।ফেনী দলে ফপিকুল ও শাহরিয়ার জোড়া সেঞ্চুরী হাকান।ফপিকুল ১০৫ বলে ১৩৬ রান ও শাহরিয়ার ১১৩ বলে ১০৮ রান করেন।ফেনী জেলা দল শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে টুর্নামেন্ট রেকর্ড ৪১৬ রান করে।
রাঙামাটি জেলা রেকর্ড ৪১৭ রানের টার্গেটে নেমে ৩৩.২ ওভারে মাত্র ৭৮ রান করে অলআউট হয়ে যায়।ফলে রেকর্ড ৩৩৮ রানের বিশাল ব্যাবধানে পরাজয় বরন করে টুর্নামেন্ট থেকে ৪-০ ম্যাচে হেরে হতাশা দিয়ে টুর্নামেন্ট শেষ করে।রাঙামাটির শাহজাদা ৩৩ রান করেন।
রাঙামাটি এর অাগে রাঙামাটি চট্টগ্রামের কাছে ৮ উইকেটে, ফেনীর কাছে ৭ উইকেটে, চট্টগ্রামের কাছে অাবার ৫ উইকেটে পরাজিত হয়। রাঙামাটি জেলা দলের সাথে কোচ হিসেবে রয়েছেন মহিতোষ দেওয়ান ও ম্যানেজার মোঃ হান্নান।
No comments:
Post a Comment