বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার অনুর্ধ্ব ১৪ বয়স ভিত্তিক জাতীয় ক্রিকেট বিভাগীয় প্রতিযোগিতা ২০১৬-১৭ ক্রিকেটে ২৫ ডিসেম্বর রবিবার বান্দরবান স্টেডিয়ামে প্রথম ম্যাচে রাঙামাটি জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল ৮ উইকেটের বড় ব্যবধানে চট্টগ্রামের কাছে পরাজিত হয়েছে।ম্যাচে টসে জিতে রাঙামাটি জেলা দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।রাঙামাটি জেলা দল প্রথম থেকেই উইকেট হারাতে থাকে।রাঙামাটির ব্যাটসম্যানরা চট্টগ্রামের শাহরিয়ার অালমের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে।শাহরিয়ার ৮ ওভার বল করে ২৫ রানে ৪ উইকেট নেন। রাঙামাটির ব্যাটসম্যান হাবিব ও রাকিবের চেষ্টায় কোন রকমে শতরান পার করে ৪৩.১ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায়।রাঙামাটির হাবিব ও রাকিব উভয়ে ২৫ রান করে করেন।
চট্টগ্রাম জেলা দল বিরতির পর ১০৯ রানের টার্গেটে নেমে ২ উইকেট হারিয়ে ২৬.৫ ওভারে জয়ের লক্ষ্য পোঁছে যায়।চট্টগ্রামের নাঈম ৪০ ও কাজী জোবায়ের ৪০ রান করে দলকে জয়ের বন্দরে পোঁছে দেন।রাঙামাটির এনামুল ও আবির ১টি করে উইকেট লাভ করেন।
রাঙামাটি অাগামীকাল ফেনী জেলার মোকাবেলা করবে।রাঙামাটি জেলা দলের সাথে কোচ হিসেবে রয়েছেন মহিতোষ দেওয়ান ও ম্যানেজার মোঃহান্নান।
Sunday, December 25, 2016
প্রথম ম্যাচে হারলো রাঙামাটি অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment