বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার অনুর্ধ্ব ১৬ বয়স ভিত্তিক জাতীয় ক্রিকেট বিভাগীয় প্রতিযোগিতা ২০১৬-১৭ ক্রিকেটে ৭ জানুয়ারী শনিবার খাগড়াছড়ি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে রাঙামাটি জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দল শক্তিশালী ফেনী জেলা দলের কাছে মাত্র ২ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে।ম্যাচে টসে জিতে রাঙামাটি জেলা দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।রাঙামাটির ব্যাটসম্যানরা ভালো শুরু করে।দলীয় অধিনায়ক এনামুল হক অাকাশে ৪০ ও অারিফুলের ২১ রানের উপর ভর করে ৪০ ওভারের ম্যাচে ৩৭.৪ ওভারে ১১৩ রানে অলঅাউট হয় রাঙামাটি।ফেনীর অানাম ৫,সারওয়ার ৩ ও মতিন ২ উইকেট লাভ করেন।
ফেনীর জেলা দল বিরতির পর ১১৪ রানের টার্গেটে নেমে ৭৩ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়ে।কিন্তু ৯ম উইকেট জুটি রাঙামাটি জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ায়।শেষ পর্যন্ত রাঙামাটির মিস ফিল্ডিংয়ের সুবিধা নিয়ে ৩২.৪ ওভারে জয়ের লক্ষ্য পোঁছে ২ উইকেটের জয় পায় ফেনী দল।ফেনীর সিয়াম ২১ ও কামরুল ২১ রান করে দলকে জয়ের বন্দরে পোঁছে দেন।রাঙামাটির অানন্দ ও জনি ২ টি করে উইকেট লাভ করেন।
রাঙামাটি জেলা দলের সাথে কোচ হিসেবে রয়েছেন মহিতোষ দেওয়ান ও সহকারী কোচ কাম ম্যানেজার নাছির উদ্দিন সোহেল।
Saturday, January 7, 2017
শক্তিশালী ফেনীকে চ্যালেঞ্জে ফেলেও হারলো রাঙামাটি!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment