Friday, January 20, 2017

আজ লেকার্স স্কুলের জয়ে জমে উঠলো স্কুল ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা  ২০১৬-১৭ ক্রিকেটে ২০ জানুয়ারী শুক্রবার রাঙামাটি স্টেডিয়ামে রাঙামাটি লেকার্স স্কুল রানী দয়াময়ী স্কুলকে ১০ রানে পরাজিত করে ফাইনালের অাশা জাগিয়ে রাখলো।ম্যাচে টসে জিতে রাঙামাটি লেকার্স স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।লেকার্স স্কুল নির্ধারিত ৩০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।লেকার্সের নুরুল কাদের ১৯,আবু সুফিয়ান ১৬ ও সৌরভ ১৫ রান করে করেন।রানী দয়াময়ী স্কুলের রহমত ২ উইকেট লাভ করেন।
রানী দয়াময়ী স্কুল বিরতির পর ১২৯ রানের টার্গেটে নেমে ৩ উইকেটে ৭৪ রান করে ভালোই জবাব দিচ্ছিলো। কিন্তু রানী দয়াময়ী স্কুলের ওপেনার অারিফুল অাউট হওয়ার পর তাসের ঘরের মত ব্যাটিং লাইনঅাপ ভেঙ্গে পড়ে। শেষ পর্যন্ত ২৭.৩ ওভারে ১১৮ রানে অলঅাউট হয়ে ১০ রানের পরাজয় বরন করে অারিফ ৩৩ রান করেন লেকার্সের রুপায়ন ৩,নজরুল কাদের ৩ ও নুরুল কাদের ২ উইকেট করে লাভ করেন।
অাগামীকাল লেকার্স মুজাদ্দেদ অাল ফেসানীর সাথে জয়ী হলে ফাইনালে উঠার সম্ভাবনা থাকবে।

No comments:

Post a Comment