Sunday, October 30, 2016

প্রথম ম্যাচে হারলো রাঙামাটি অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার অনুর্ধ্ব ১৮ বয়স ভিত্তিক  জাতীয় ক্রিকেট বিভাগীয় প্রতিযোগিতা  ২০১৬-১৭ ক্রিকেটে ৩০ অক্টোবর রবিবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে রাঙ্গামাটি জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যাবধানে কুমিল্লা জেলা অনুর্ধ্ব১৮ ক্রিকেট দলের কাছে পরাজিত হয়েছে।
ম্যাচে টসে জিতে রাঙ্গামাটি জেলা দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।রাঙ্গামাটি জেলা দল দলীয় ১১ রানে ১ম ও ১২ রানে অারো ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।কক্সবাজার জেলা দলের অাফতাব অাহম্মেদ একাই ৪ উইকেট নিয়ে রাঙামাটি জেলা দলকে গুড়িয়ে দেন।রাঙামাটি জেলা দল ৪০.৫ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়।দলের পক্ষে হাবিবুর রহমান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন।হাবিবুর ৩৭ ও মোজাম্মেল হোসেন ১৪ উল্লেখযোগ্য রান করেন।রাঙামাটির চারজন ডাক মারেন।
কুমিল্লা জেলা দল বিরতির পর ৯৮ রানের টার্গেটে নেমে রাঙামাটি জেলা দলের বোলিং তোপে প্রথমে ২৩ রানে ৪ উইকেট হারালেও মাকসুদুর ও কাজী শাহাবুদ্দিনের ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ায়।মাত্র ৩১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৮ রানের লক্ষে পোঁছে যায়।মাকসুদুর  ২৫ ও কাজী শাহাবুদ্দিন ১৫ রান করে  অপরাজিত থেকে দলকে বিজয়ী করে মাঠ ছাড়েন।রাঙামাটির পক্ষে সারওয়ার হোসেন ২ উইকেট নেন। অাগামী ১ নভেম্বর রাঙামাটি ২য় ম্যাচে চাঁদপুরের মোকাবেলা করবে।রাঙামাটি জেলা দলের সাথে কোচ হিসেবে রয়েছেন বিকেএসপি থেকে কোর্স করা বেলাল হোসেন সাকো ও ম্যানেজার পিকু।

No comments:

Post a Comment