Tuesday, October 4, 2016

চট্রগ্রাম ক্রিকেট লীগে পার্বত্য খেলোয়ার কোটা চাই

পার্বত্য জেলার তিন জেলা রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান থেকে প্রতিশ্রুতবান ক্রিকেট খেলোয়ার নিজেদের বড় সুযোগ হিসেবে চট্টগ্রাম ক্রিকেট লীগে গত ৫ বছর অাগে স্থানীয় খেলোয়ার কোটাই ক্রিকেট লীগে অংশগ্রহন করতে পারতো।কিন্তু ২০১০/১১ সালের পর পার্বত্য এলাকার খেলোয়ারদের স্থানীয় খেলোয়ারের বদলে বহিরাগত খেলোয়ার কোটায় চট্টগ্রাম ক্রিকেট লীগে খেলতে হচ্ছে যা এ অঞ্চলের ক্রিকেটারদের জন্য দুর্ভাগ্যজনক।পার্বত্য এলাকায় সীমিত পরিসরে ক্রিকেট আয়োজন হয়।অায়োজকদের ফুটবল প্রীতি পার্বত্য অঞ্চলের ক্রিকেটকে কোনঠাসা করে রেখেছে।চট্টগ্রাম লীগে পার্বত্য ক্রিকেট খেলোয়ারদের যা একটা সুযোগ ছিল খেলে নিজের প্রতিভা বিকাশের তাও চট্টগ্রাম আয়োজকদের কোটা প্রথায় নষ্ট হতে চললো।কারন চট্টগ্রাম জেলার বহিরাগত কোটায় ঢাকা ও অন্যান্য ক্রিকেটার সমৃদ্ধ জেলা থেকে কোটায় খেলোয়ার অানে ক্লাবগুলো।এর ফলশ্রুতিতে পার্বত্য এলাকার ক্রিকেটাররা চট্টগ্রাম লীগ থেকে বঞ্চিত হচ্ছে।অন্যান্য জেলার ক্রিকেটাররা নিজেদের জেলায় নিয়মিত ক্রিকেট লীগ হওয়ার দরুন পার্বত্য এলাকার ক্রিকেটারদের থেকে যোজন যোজন দূরত্বে এগিয়ে।ফলে চট্টগ্রামের ক্লাবগুলো পার্বত্য এলাকার ক্রিকেটারের চেয়ে অন্যান্য জেলার ক্রিকেটারের উপর নির্ভরশীল বেশি।তাই পার্বত্য তিন জেলার ক্রিকেটারদের কথা চিন্তা করে চট্টগ্রাম ক্রীড়া সংগঠকদের কাছে অনুরোধ পার্বত্য তিন জেলার ক্রিকেটাররা যেন স্থানীয় কোটায় অাগের মত খেলার সুযোগ করে দেয়।

No comments:

Post a Comment