বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে ইদানিং সমালোচনা করতে ভালো লাগেনা অামার।কারন বিশ্বমানের ক্রিকেট কোচ ও খেলোয়ার বাংলাদেশ দলে। উনারা অামরা যে লেবেল থেকে ক্রিকেট দেখি সে লেবেল নিজেরা খেলে বিশ্ব ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন।উনারা কোন অংশে অামাদের চেয়ে ক্রিকেট কম বুঝেন বলে মনে করিনা পারতপক্ষে অনেক বেশি দলের বিজয় নিয়ে সিরিয়াস থাকেন।কোচ দল হারলে তার সমালোচনা ও সফলতা নিয়ে বিব্রত থাকেন।খেলোয়ার ও ম্যানেজম্যান্টও তদ্রুপ দলের সাফল্য নিয়ে বিচলিত ও চিন্তিত থাকেন।অামরা খেলার মাঠের বাহির থেকে অনেক বেশি সমালোচনা করি কারন খেলা বা পারিপার্শ্বিক চাপকে জয় করা এত সহজ না।অাপনার প্রতিপক্ষকে চিন্তা করে দলের ভালো মন্দের সমালোচনা করতে হবে।ইংল্যান্ড দলের সাম্প্রতিক পারফর্মেন্স অামলে নিতে হবে।এ দলটা বর্তমানে বিশ্বসেরা দলগুলোর মধ্যে একটি।তাদেরকে অাফগানিস্তানের সাথে মেশাবেন না।অামরাও কিন্তু অাফগানিস্তানের সাথে বিপদে পড়ে সম্প্রতি ম্যাচে অভিজ্ঞতা দিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছি।
অামার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন করুন তবে তা অাবেগ নির্ভর যেন না হয়।সব কিছু বিবেচনা নিয়ে মানসিকভাবে দর্শকদের খেলার জয়-পরাজয় নিয়ে প্রস্তুত থাকতে হবে।অাপনাদের অাবেগী কথা বার্তায় দলের লাভের চেয়ে ক্ষতি হবে বেশি।মানসিক চাপ বাড়াতে সমর্থকদের সমালোচনাই যথেষ্ট।তাই দলকে সমর্থন করুন বিপদের সময়ও।অহেতুক সবাই ক্রিকেটার হয়ে যাবেন না।বাস্তব সত্যিটা উপলব্ধি করুন সবাই।বিজয় খুব বেশি দূরে নয় অামাদের।হয়তো পরের ম্যাচেই।
Saturday, October 8, 2016
হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment