Tuesday, November 1, 2016

২য় ম্যাচেও হারলো রাঙামাটি অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার অনুর্ধ্ব ১৮ বয়স ভিত্তিক  জাতীয় ক্রিকেট বিভাগীয় প্রতিযোগিতা  ২০১৬-১৭ ক্রিকেটে  ১ নভেম্বর মঙলবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে রাঙ্গামাটি জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল তাদের দ্বিতীয় ম্যাচে ৯৭ রানের বড় ব্যাবধানে চাঁদপুর জেলা অনুর্ধ্ব১৮ ক্রিকেট দলের কাছে পরাজিত হয়েছে।
ম্যাচে টসে জিতে চাঁদপুর জেলা দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।চাঁদপুর জেলা দল দলীয় ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে।রাঙামাটি জেলা দলের নুরুল অালম  ৩ উইকেট নিয়ে চাঁদপুর জেলাকে বিপদে ফেলে দেন।এরপর চাঁদপুর জেলা দল মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভালো ব্যাটিংয়ে ৪৯.৪ ওভারে ১৯৬ রানের ফাইটিং স্কোর করে  অলআউট হয়ে যায়।চাঁদপুর জেলা দলের পক্ষে অামিনুল ৬১ ও রাজিবুল ৩৪ উল্লেখযোগ্য রান করেন।
রাঙামাটি জেলা দল বিরতির পর ১৯৭ রানের টার্গেটে নেমে চাঁদপুর জেলা দলের রবিউলের বোলিং তোপে পড়ে নিয়মিত উইকেট হারাতে থাকে। রবিউল ৫ উইকেট তুলে নিয়ে রাঙামাটিকে গুড়িয়ে দেন।মাত্র ৩৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ৯৯ রানে অলআউট হয়ে যায় রাঙামাটি।অতিরিক্ত থেকে রাঙামাটির সর্বোচ্চ ৩৩ রান অাসে।নুরুল অাজম ২২ ও নুরুল অালম ১২ রান করেন অার কেউ ডাবল ফিগারে রাঙামাটির পক্ষে রান করতে পারেননি।ফলে ৯৭ রানের বড় ব্যাবধানে রাঙামাটি টানা ২য় ম্যাচে পরাজয় বরন করে।অাগামী ৩ নভেম্বর রাঙামাটি ৩য় ম্যাচে বি.বাড়িয়ার সাথে মোকাবেলা করবে।রাঙামাটি জেলা দলের সাথে কোচ হিসেবে রয়েছেন বিকেএসপি থেকে কোর্স করা বেলাল হোসেন সাকো ও ম্যানেজার পিকু।

No comments:

Post a Comment