বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার অনুর্ধ্ব ১৮ বয়স ভিত্তিক জাতীয় ক্রিকেট বিভাগীয় প্রতিযোগিতা ২০১৬-১৭ ক্রিকেটে ৩ নভেম্বর বৃহস্পতিবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে রাঙামাটি জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল তাদের তৃতীয় ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যাবধানে ব্রাহ্মনবাড়িয়া জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলের কাছে পরাজিত হয়েছে।
ম্যাচে টসে জিতে রাঙামাটি জেলা দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।রাঙামাটি জেলা দল প্রথম থেকেই উইকেট হারাতে থাকে।রাঙামাটির ব্যাটসম্যানরা ব্রাহ্মনবাড়িয়ার শামিম মিয়ার বাঁহাতি স্পিনে দিশেহারা হয়ে পড়ে।প্রতিরোধ তো দূরের কথা রাঙামাটি কত কম রানে অলঅাউট হবে তা নিয়ে রাঙামাটি টিম ম্যানেজম্যান্ট চিন্তিত হয়ে পড়ে।শেষ দিকে রাঙামাটির ব্যাটসম্যান রনির চেষ্টায় কোনরকমে অর্ধশত রান পার করে ২৪ ওভারে এই ভেন্যুর সর্বনিম্ন স্কোর ৫২ রানে অলঅাউট হয়ে পড়ে রাঙামাটি।রনি রাঙামাটির পক্ষে সর্বোচ্চ ২১ রান করে।ব্রাহ্মনবাড়িয়ার শামিম ৮ ওভারে ৫ মেডেনসহ ৮ রান খরচ করে ৭টি উইকেট লাভ করেন।
ব্রাহ্মনবাড়িয়া জেলা দল বিরতির পর ছোট রানের টার্গেটে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৫৩ রানে মাত্র ৯.২ ওভারে পোঁছে যায়।ব্রাহ্মনবাড়িয়ার মাছুম ৩০ ও সজিব ১৩ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পোঁছে দেন।রাঙামাটির সারওয়ার একমাত্র উইকেটটি লাভ করেন।উল্লেখ্য রাঙামাটি প্রথম ম্যাচে কুমিল্লার কাছে ৫ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে চাঁদপরের কাছে ৯৭ রানে পরাজিত হয়েছিল।রাঙামাটি জেলা দলের সাথে কোচ হিসেবে রয়েছেন বিকেএসপি থেকে কোর্স করা বেলাল হোসেন সাকো ও ম্যানেজার পিকু।
Thursday, November 3, 2016
শেষ ম্যাচে ৫২ রানে অলঅাউট হয়ে হারলো রাঙামাটি অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment