Friday, February 9, 2018

রাঙামাটিতে শুরু হল জাতীয় স্কুল ক্রিকেট

রাঙামাটি ভেন্যুতে ৯ ফেব্রুয়ারী উদ্বোধন হল জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার।স্কুল ক্রিকেটের উদ্বোধন করেন রাঙামাটির অতিঃ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম শফি কামাল।উদ্বোধনী অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক বরুন বিকাশ দেওয়ান,ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা,ক্রিকেট কমিটির সদস্য সচিব রমজান অালীসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা,ক্রিকেট কমিটির সদস্যবৃন্দ,অাম্পায়ার,স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা।উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ান শহীদ অাব্দুল অালী একাডেমী লেকার্স পাবলিক স্কুলকে ১১৫ রানে হারিয়ে শুভ সূচনা করে।
স্কুল ক্রিকেট খেলেই আকরাম, ‍সুজন, নান্নুরা ধরেছিলেন বাংলাদেশ ক্রিকেটের হাল। নানা অব্যবস্থাপনায় স্কুল ক্রিকেটের গর্ব হারিয়ে যেতেই বসেছিল। বিকেএসপি নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অায়োজিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে  অংশ নিচ্ছে দেশের ৫৫৪টি স্কুলের ১১ হাজারেও বেশি ক্ষুদে ক্রিকেটার।আয়োজকরা মনে করেন সামনে আরও বেশি ক্রিকেটার উঠে আসবে স্কুল ক্রিকেট থেকে।
জেলা পর্যায়ে ৯১৫ ম্যাচে অংশ নেবে ৫৫৪টি স্কুল। জেলা চ্যাম্পিয়নদের নিয়ে হবে পরের রাউন্ড। সাতটি বিভাগীয় ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে মোট ম্যাচ ৯৭৯টি।

No comments:

Post a Comment