Saturday, February 3, 2018

মাঠে গড়াচ্ছে রাঙামাটির ক্রিকেট!

দীর্ঘদিন পর নতুন ক্রিকেট কমিটির অধীনে রাঙামাটি ক্রিকেটে প্রান সঞ্চার হচ্ছে।অাগামী ৯ ফেব্রুয়ারী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট দিয়ে রাঙামাটি ক্রিকেট প্রান ফিরে পাচ্ছে।জেলার চারটি স্কুল নিয়ে ৯ ফেব্রুয়ারী স্কুল ক্রিকেট শুরু হবে।স্কুল ক্রিকেট শেষ হলেই রাঙামাটি ক্রিকেটার ও সমর্থকদের বহুল কাংখিত রাঙামাটি রিজিয়ন কাপ নক অাউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ শুরু হবে বলে জানা যায়।টি-২০ টুর্নামেন্টে বিশটি দল পূর্বেই এন্ট্রি করেছে।রাঙামাটি ক্রিকেট খেলোয়ার,সংগঠক ও সমর্থকরা ক্রিকেট টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত।সবার চাওয়া মাঠের ক্রিকেট যেন মাঠেই থাকে ব্যাক্তিস্বার্থে যেন ক্রিকেট বন্ধ না হয়।

No comments:

Post a Comment