Monday, August 13, 2018

বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হল রাঙামাটিতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৮-১৯ ক্রিকেট মৌসুমের বয়সভিত্তিক অনুর্ধ-১৪,১৬ ও ১৮ বয়সী রাঙামাটি জেলা ক্রিকেট দল গঠন লক্ষে অাজ সোমবার ১৩ অাগষ্ট রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে সকাল ৮.০০ ঘটিকা থেকে প্রাথমিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হয়। বাছাইয়ে জেলার প্রায় দুই শতাধিক ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহন করে। সকাল থেকে রাঙামাটি স্টেডিয়াম ক্ষুদে ক্রিকেটারের ভীরে মুখরিত হয়ে উঠে। তাদের সকলের চোখে অাগামীদিনের জাতীয় দলের তারকা ক্রিকেটার হওয়ার স্বপ্ন। রাঙামাটি জেলার সদর,বরকল,কাপ্তাই,নানিয়াচর,কাউখালী,বাঘাইছড়ি থেকে অধিকাংশ খেলোয়ার অংশগ্রহন করে।এর মধ্যে রাঙামাটি ক্রিকেট একাডেমী ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর খেলোয়ারদের অাধিক্য ছিল বেশি। রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর হেড কোচ সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক নাছির উদ্দিন সোহেল বলেন,রাঙামাটিতে খেলার মাঠ সংকট ও অার্থিক দৈন্যতার কারনে অধিকাংশ খেলোয়ার নিয়মিত প্রশিক্ষন ও খেলাধুলায় অংশগ্রহন করতে পারেনা। তাছাড়া উপজেলাগুলো দুর্গম হওয়াতে জেলার বিরাট একটি অংশ খেলাধুলায় পিছিয়ে। তাছাড়া জেলায় খেলাধুলায় পৃষ্টপোষকও কম। তারপরও অামি ও সাবেক জেলা কোচ মহিতোষ দেওয়ান সকলকে নিয়ে চেষ্টা করছি ক্রিকেটকে এগিয়ে নিতে।
চট্টগ্রাম বিভাগীয় কোচ নুরুল অাবেদিন নোবেল সার্বিক তত্ত্বাবধানে বাছাই অনুষ্টিত হয়। তাকে সহযোগিতা করেন কোচ মহিতোষ দেওয়ান, কোচ নাছির উদ্দিন সোহেল,লেথাম,লেমন,গফুর,সৈকত,রাঙামাটি ক্রিকেট সচিব রমজান অালীসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

Sunday, August 5, 2018

১৩ অাগষ্ট রাঙামাটি জেলা ক্রিকেটার বাছাই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৮-১৯ ক্রিকেট মৌসুমের বয়সভিত্তিক অনুর্ধ-১৪,১৬ ও ১৮ বয়সী রাঙামাটি জেলা ক্রিকেট দল গঠন লক্ষে অাগামী ১৩ অাগষ্ট রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে সকাল ৮.৩০ ঘটিকা থেকে প্রাথমিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হবে।রাঙামাটিতে বসবাসরত যে কোন খেলোয়ার এ বাছাইয়ে অংশগ্রহন করতে পারবে তবে বয়সের পক্ষে ও রাঙামাটিতে বসবাসের পক্ষে কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত জন্ম নিবন্ধন,পিএসসি/জেএসসি রেজিষ্ট্রেশন/সার্টিফিকেট এবং প্রয়োজন অনুযায়ী এসএসসি রেজিষ্ট্রেশন/সার্টিফিকেট এর মূল কপি অবশ্যই অানতে হবে।এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি ও মূল সনদগুলোর ফটোকপিসহ ১৩ অাগষ্ট মাঠে উপস্থিত থাকতে হবে।বাছাই পর্ব চট্টগ্রাম বিভাগীয় কোচ নুরুল অাবেদীন নোবেলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
অনুর্ধ ১৪ এর জন্য খেলোয়ারকে ১লা সেপ্টেম্বর ২০০৪ বা তার পরবর্তী জন্মগ্রহনকারী হতে হবে।অনুর্ধ ১৬ এর জন্য ১লা সেপ্টেম্বর ২০০২ বা তার পরবর্তী জন্মগ্রহনকারী হতে হবে এবং অনুর্ধ ১৮ এর জন্য ১লা সেপ্টেম্বর ২০০০ বা তার পরবর্তী জন্মগ্রহনকারী হতে হবে।রাঙামাটি জেলার বাহিরে বসবাসকারী কেউ জেলার পক্ষে খেলার জন্য বিবেচিত হবেনা।অংশগ্রহনকারী খেলোয়ারকে কেডস,ট্রাউজার,গেঞ্জী ও প্রয়োজনীয় খেলার সরঞ্জাম সংগে নিয়ে অাসতে হবে।

Friday, February 9, 2018

রাঙামাটিতে শুরু হল জাতীয় স্কুল ক্রিকেট

রাঙামাটি ভেন্যুতে ৯ ফেব্রুয়ারী উদ্বোধন হল জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার।স্কুল ক্রিকেটের উদ্বোধন করেন রাঙামাটির অতিঃ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম শফি কামাল।উদ্বোধনী অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক বরুন বিকাশ দেওয়ান,ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা,ক্রিকেট কমিটির সদস্য সচিব রমজান অালীসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা,ক্রিকেট কমিটির সদস্যবৃন্দ,অাম্পায়ার,স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা।উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ান শহীদ অাব্দুল অালী একাডেমী লেকার্স পাবলিক স্কুলকে ১১৫ রানে হারিয়ে শুভ সূচনা করে।
স্কুল ক্রিকেট খেলেই আকরাম, ‍সুজন, নান্নুরা ধরেছিলেন বাংলাদেশ ক্রিকেটের হাল। নানা অব্যবস্থাপনায় স্কুল ক্রিকেটের গর্ব হারিয়ে যেতেই বসেছিল। বিকেএসপি নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অায়োজিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে  অংশ নিচ্ছে দেশের ৫৫৪টি স্কুলের ১১ হাজারেও বেশি ক্ষুদে ক্রিকেটার।আয়োজকরা মনে করেন সামনে আরও বেশি ক্রিকেটার উঠে আসবে স্কুল ক্রিকেট থেকে।
জেলা পর্যায়ে ৯১৫ ম্যাচে অংশ নেবে ৫৫৪টি স্কুল। জেলা চ্যাম্পিয়নদের নিয়ে হবে পরের রাউন্ড। সাতটি বিভাগীয় ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে মোট ম্যাচ ৯৭৯টি।

Saturday, February 3, 2018

মাঠে গড়াচ্ছে রাঙামাটির ক্রিকেট!

দীর্ঘদিন পর নতুন ক্রিকেট কমিটির অধীনে রাঙামাটি ক্রিকেটে প্রান সঞ্চার হচ্ছে।অাগামী ৯ ফেব্রুয়ারী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট দিয়ে রাঙামাটি ক্রিকেট প্রান ফিরে পাচ্ছে।জেলার চারটি স্কুল নিয়ে ৯ ফেব্রুয়ারী স্কুল ক্রিকেট শুরু হবে।স্কুল ক্রিকেট শেষ হলেই রাঙামাটি ক্রিকেটার ও সমর্থকদের বহুল কাংখিত রাঙামাটি রিজিয়ন কাপ নক অাউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ শুরু হবে বলে জানা যায়।টি-২০ টুর্নামেন্টে বিশটি দল পূর্বেই এন্ট্রি করেছে।রাঙামাটি ক্রিকেট খেলোয়ার,সংগঠক ও সমর্থকরা ক্রিকেট টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত।সবার চাওয়া মাঠের ক্রিকেট যেন মাঠেই থাকে ব্যাক্তিস্বার্থে যেন ক্রিকেট বন্ধ না হয়।

Saturday, January 20, 2018

শেষ ম্যাচেও হারলো রাঙামাটি অনুর্ধ্ব ১৬!

২০ জানুয়ারী শনিবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের শেষ ও চতুর্থ ম্যাচে ফিরতি ম্যাচে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৬ দলের কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
রাঙামাটি জেলা দল সকালে টসে জয়লাভ করে নিজেরা ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ব্যাটিং ব্যার্থতায় ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে।রাঙামাটির শান্ত দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান ও রুপায়ন ১৭ রান করে।বাকীরা অাসা যাওয়ার মিছিলে যোগ দেয়।
বিরতির পর চট্টগ্রাম জেলা দল জয়ের জন্য ১২৩ রানের লক্ষে খেলতে নেমে ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে।রাঙামাটি বোলারদের বিপক্ষে ভালো ব্যাটিং করে ৩৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১২৩ রান করে বড় ব্যবধানে জয়লাভ করে।
রাঙামাটি প্রথম ম্যাচে সিলেটকে ১৫ রানে পরাজিত করে পরের তিন ম্যাচ টানা হেরে গ্রুপ থেকে বিদায় নেয়। এই গ্রুপে ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। দলের সাথে কোচ হিসেবে রয়েছেন মহিতোষ ও ম্যানেজার হিসেবে রাশেদ।

Friday, January 19, 2018

রাঙামাটি এবার হারলো ৯ উইকেটে!

১৯ জানুয়ারী শুক্রবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের তৃতীয় ম্যাচে ফিরতি ম্যাচে সিলেট জেলা অনুর্ধ্ব ১৬ দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
রাঙামাটি জেলা দল সকালে টসে জয়লাভ করে নিজেরা ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ব্যাটিং ব্যার্থতায় ৩২.১ ওভারে সব উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে।রাঙামাটির হাবিব দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান ও জনি ২৩ রান করে।বাকীরা অাসা যাওয়ার মিছিলে যোগ দেয়।সিলেট জেলার নাইম ৩ ও ফাহাদ ৩ উইকেট করে লাভ করেন।
বিরতির পর সিলেট জেলা দল জয়ের জন্য ১২৬ রানের লক্ষে খেলতে নেমে হাত খুলে ব্যাটিং করতে থাকে।রাঙামাটি বোলারদের ভালো ব্যাটিংয়ে অসহায় করে ২৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১২৭ রান করে বড় ব্যবধানে জয়লাভ করে অাগের ম্যাচে রাঙামাটির কাছে হারা সিলেট জেলা দল।
রাঙামাটির পরবর্তী খেলা ২০ জানুয়ারী চট্টগ্রামের সাথে।এই গ্রুপে ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

Tuesday, January 16, 2018

চট্টগ্রামের কাছে ব্যাটিং ব্যার্থতায় হারলো রাঙামাটি!

১৬ জানুয়ারী মঙলবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৬ দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
চট্টগ্রাম জেলা দল সকালে টসে জয়লাভ করে রাঙামাটি অনুর্ধ্ব ১৬ দলকে ব্যাটিংয়ে পাঠায়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ব্যাটিং ব্যার্থতায় ৩৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান সংগ্রহ করে।রাঙামাটির রহিম দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে।বাকীরা অাসা যাওয়ার মিছিলে যোগ দেয়।রাঙামাটির প্রতি ম্যাচে ব্যাটিং ব্যার্থতা দিন দিন প্রকট হয়ে উঠছে।চট্টগ্রাম জেলার কাদের ৩ ও সাইদুল ২ উইকেট করে লাভ করেন।
বিরতির পর চট্টগ্রাম জেলা দল জয়ের জন্য ১০৫ রানের সহজ লক্ষে খেলতে নেমে হাত খুলে ব্যাটিং করতে থাকে।রাঙামাটি বোলারদের সাবলিলভাবে খেলে ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১০৫ রান করে বড় ব্যবধানে জয়লাভ করে চট্টগ্রাম জেলা দল।
রাঙামাটির পরবর্তী খেলা ১৯ জানুয়ারী সিলেটের সাথে।এ গ্রুপে ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।