Saturday, January 20, 2018

শেষ ম্যাচেও হারলো রাঙামাটি অনুর্ধ্ব ১৬!

২০ জানুয়ারী শনিবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের শেষ ও চতুর্থ ম্যাচে ফিরতি ম্যাচে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৬ দলের কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
রাঙামাটি জেলা দল সকালে টসে জয়লাভ করে নিজেরা ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ব্যাটিং ব্যার্থতায় ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে।রাঙামাটির শান্ত দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান ও রুপায়ন ১৭ রান করে।বাকীরা অাসা যাওয়ার মিছিলে যোগ দেয়।
বিরতির পর চট্টগ্রাম জেলা দল জয়ের জন্য ১২৩ রানের লক্ষে খেলতে নেমে ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে।রাঙামাটি বোলারদের বিপক্ষে ভালো ব্যাটিং করে ৩৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১২৩ রান করে বড় ব্যবধানে জয়লাভ করে।
রাঙামাটি প্রথম ম্যাচে সিলেটকে ১৫ রানে পরাজিত করে পরের তিন ম্যাচ টানা হেরে গ্রুপ থেকে বিদায় নেয়। এই গ্রুপে ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। দলের সাথে কোচ হিসেবে রয়েছেন মহিতোষ ও ম্যানেজার হিসেবে রাশেদ।

Friday, January 19, 2018

রাঙামাটি এবার হারলো ৯ উইকেটে!

১৯ জানুয়ারী শুক্রবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের তৃতীয় ম্যাচে ফিরতি ম্যাচে সিলেট জেলা অনুর্ধ্ব ১৬ দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
রাঙামাটি জেলা দল সকালে টসে জয়লাভ করে নিজেরা ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ব্যাটিং ব্যার্থতায় ৩২.১ ওভারে সব উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে।রাঙামাটির হাবিব দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান ও জনি ২৩ রান করে।বাকীরা অাসা যাওয়ার মিছিলে যোগ দেয়।সিলেট জেলার নাইম ৩ ও ফাহাদ ৩ উইকেট করে লাভ করেন।
বিরতির পর সিলেট জেলা দল জয়ের জন্য ১২৬ রানের লক্ষে খেলতে নেমে হাত খুলে ব্যাটিং করতে থাকে।রাঙামাটি বোলারদের ভালো ব্যাটিংয়ে অসহায় করে ২৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১২৭ রান করে বড় ব্যবধানে জয়লাভ করে অাগের ম্যাচে রাঙামাটির কাছে হারা সিলেট জেলা দল।
রাঙামাটির পরবর্তী খেলা ২০ জানুয়ারী চট্টগ্রামের সাথে।এই গ্রুপে ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

Tuesday, January 16, 2018

চট্টগ্রামের কাছে ব্যাটিং ব্যার্থতায় হারলো রাঙামাটি!

১৬ জানুয়ারী মঙলবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৬ দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
চট্টগ্রাম জেলা দল সকালে টসে জয়লাভ করে রাঙামাটি অনুর্ধ্ব ১৬ দলকে ব্যাটিংয়ে পাঠায়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ব্যাটিং ব্যার্থতায় ৩৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান সংগ্রহ করে।রাঙামাটির রহিম দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে।বাকীরা অাসা যাওয়ার মিছিলে যোগ দেয়।রাঙামাটির প্রতি ম্যাচে ব্যাটিং ব্যার্থতা দিন দিন প্রকট হয়ে উঠছে।চট্টগ্রাম জেলার কাদের ৩ ও সাইদুল ২ উইকেট করে লাভ করেন।
বিরতির পর চট্টগ্রাম জেলা দল জয়ের জন্য ১০৫ রানের সহজ লক্ষে খেলতে নেমে হাত খুলে ব্যাটিং করতে থাকে।রাঙামাটি বোলারদের সাবলিলভাবে খেলে ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১০৫ রান করে বড় ব্যবধানে জয়লাভ করে চট্টগ্রাম জেলা দল।
রাঙামাটির পরবর্তী খেলা ১৯ জানুয়ারী সিলেটের সাথে।এ গ্রুপে ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

Monday, January 15, 2018

সিলেটকে হারালো রাঙামাটি অনুর্ধ্ব ১৬ দল

১৫ জানুয়ারী সোমবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের প্রথম ম্যাচে সিলেট জেলা দলকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।
সকালে টসে জয়লাভ করে রাঙামাটি অনুর্ধ্ব ১৬ দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ৩১.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান করে।রাঙামাটির হাবিব ২৪ ও রহিম ২৬ রান করে।সিলেট জেলার ফাহাদ ৫ ও রিহাদ ৩ উইকেট করে লাভ করেন।
বিরতির পর সিলেট জেলা দল জয়ের জন্য ১০৯ রানের লক্ষে খেলতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে।রাঙামাটির শান্ত, ইফতি ও রুপায়নের ত্রিমুখী স্পিন ফাঁদে পড়ে শক্তিশালী সিলেট জেলা দল ২১.১ ওভারে ৯৩ রানে অলঅাউট হয়ে ১৫ রানে পরাজয় বরন করে নেয়।রাঙামাটির তিন স্পিন ত্রয়ী শান্ত ৫, ইফতি ৩ ও রুপায়ন ২ উইকেট নিয়ে সিলেটকে ধ্বসিয়ে দেন।
রাঙামাটির পরবর্তী খেলা চট্টগ্রামের সাথে।ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।