Saturday, April 29, 2017

উদ্ভোধন হল এলইডি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

২৯ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকায় ফিসারী ঘাট সংলগ্ন মাঠে রাঙামাটি ক্রিকের্টাস এসোসিয়েশন কর্তৃক দ্বিতীয় বারের মত "এলইডি টিভি কাপ" উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র জনাব অাকবর হোসেন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন,প্রতিভা ক্রিকেট ক্লাবের সভাপতি অাবু তৈয়ব,সাধারন সম্পাদক পুলক বড়ুয়া। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির অাহবায়ক মোঃ নাছির উদ্দিন সোহেল।
প্রধান অতিথির বক্তব্য অাকবর হোসেন চৌধুরী বলেন,জঙ্গী,সন্ত্রাস ও মাদক রুখতে খেলেধুলার বিকল্প নেই।খেলাধুলার মাধ্যমে যে অান্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তা সুশৃংখল সমাজ ব্যবস্থার জন্য খুবই জরুরী।রাঙামাটি ক্রিকেটার্স এসোসিয়েশনের অাহবায়ক নাছির উদ্দিন সোহেলসহ যারা রাঙামাটিতে এ ধরনের নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট প্রশিক্ষন করছে তাদেরকে মেয়র অান্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।রাঙামাটি পৌরসভাও রাঙামাটি ক্ষুদে ক্রীড়াবিদদের স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষন প্রদানের উদ্দ্যেগ নিবে বলে মেয়র জানান।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ কুমিল্লা রাইডার্স ও তারুন্যর মধ্যে অনুষ্ঠিত হয়।কুমিল্লা রাইডার্স ১১ রানে জয়ী হয়।

Monday, April 24, 2017

রাঙামাটিতে হল বিকেএসপির প্রতিভা অন্বেষণ

সোমবার ২৪ এপ্রিল ২০১৭ ছিল বিকেএসপির ক্রীড়া প্রতিভা অন্বেষণের পার্বত্য জেলা রাঙামাটি স্টেডিয়ামে প্রতিভা অন্বেষণের আসর বসেছিল।

সকাল থেকে জেলা ও উপজেলা থেকে ক্ষুদে খেলোয়াড়দের আগমন ঘটে। সবার চোখেমুখে ছিল বিকেএসপিতে প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাবার দৃঢ় প্রত্যয়।অাগামী দিনে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন।অারো উপস্থিত ছিল রাঙামাটির ফুটবল,ক্রিকেট কোচ, অভিভাবক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।সকলের চোঁখে নিজের সন্তান ও শিক্ষার্থীদের নিয়ে দিনভর টেনশন।রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ ও সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক নাছির উদ্দিন সোহেল বলেন পার্বত্য রাঙামাটিতে মাঠ সংকট ও বিভিন্ন প্রতিবন্ধকতার পরও অামরা চাই কিছু খেলোয়ার জাতীয় পর্যায়ে যেন জেলার প্রতিনিধিত্ব করে জেলার সুনাম বৃদ্ধি করতে পারে সে চেষ্টায় অামরা অাছি।অামাদের স্বপ্ন এখন এসব ক্ষুদে ক্রীড়াবিদদের উপর।সকলে সহযোগিতা করলে রাঙামাটি থেকে বরুন দেওয়ান ও কিংশুক চাকমার মত ক্রিকেট,ফুটবলে অারো খেলোয়ার জাতীয় পর্যায়ে দিতে পারবো।

রাঙামাটি জেলায় মোট ১৭টি ইভেন্টে ১৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়।সারা দেশ থেকে ১০০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করে প্রথমে এক মাসের প্রশিক্ষণ দেয়া হবে। এক মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২০০ জনকে নিয়ে ৪ মাসের আরও ১টি ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তীতে ৪ মাসের প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপি’র ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে।

২০১৭ এর ভর্তি প্রক্রিয়ায় এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা ৮০ ভাগেরও বেশি জনকে বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্যক্রমে ভর্তি করা হয়।

উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্যক্রম ২০১৭’’ এর জেলা পর্যায়ের প্রাথমিক বাছাই পরীক্ষা চলছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট দিনে অবশিষ্ট জেলা সমূহে প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।