বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৮-১৯ ক্রিকেট মৌসুমের বয়সভিত্তিক অনুর্ধ-১৪,১৬ ও ১৮ বয়সী রাঙামাটি জেলা ক্রিকেট দল গঠন লক্ষে অাজ সোমবার ১৩ অাগষ্ট রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে সকাল ৮.০০ ঘটিকা থেকে প্রাথমিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হয়। বাছাইয়ে জেলার প্রায় দুই শতাধিক ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহন করে। সকাল থেকে রাঙামাটি স্টেডিয়াম ক্ষুদে ক্রিকেটারের ভীরে মুখরিত হয়ে উঠে। তাদের সকলের চোখে অাগামীদিনের জাতীয় দলের তারকা ক্রিকেটার হওয়ার স্বপ্ন। রাঙামাটি জেলার সদর,বরকল,কাপ্তাই,নানিয়াচর,কাউখালী,বাঘাইছড়ি থেকে অধিকাংশ খেলোয়ার অংশগ্রহন করে।এর মধ্যে রাঙামাটি ক্রিকেট একাডেমী ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর খেলোয়ারদের অাধিক্য ছিল বেশি। রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর হেড কোচ সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক নাছির উদ্দিন সোহেল বলেন,রাঙামাটিতে খেলার মাঠ সংকট ও অার্থিক দৈন্যতার কারনে অধিকাংশ খেলোয়ার নিয়মিত প্রশিক্ষন ও খেলাধুলায় অংশগ্রহন করতে পারেনা। তাছাড়া উপজেলাগুলো দুর্গম হওয়াতে জেলার বিরাট একটি অংশ খেলাধুলায় পিছিয়ে। তাছাড়া জেলায় খেলাধুলায় পৃষ্টপোষকও কম। তারপরও অামি ও সাবেক জেলা কোচ মহিতোষ দেওয়ান সকলকে নিয়ে চেষ্টা করছি ক্রিকেটকে এগিয়ে নিতে।
চট্টগ্রাম বিভাগীয় কোচ নুরুল অাবেদিন নোবেল সার্বিক তত্ত্বাবধানে বাছাই অনুষ্টিত হয়। তাকে সহযোগিতা করেন কোচ মহিতোষ দেওয়ান, কোচ নাছির উদ্দিন সোহেল,লেথাম,লেমন,গফুর,সৈকত,রাঙামাটি ক্রিকেট সচিব রমজান অালীসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
Monday, August 13, 2018
বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হল রাঙামাটিতে।
Sunday, August 5, 2018
১৩ অাগষ্ট রাঙামাটি জেলা ক্রিকেটার বাছাই
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৮-১৯ ক্রিকেট মৌসুমের বয়সভিত্তিক অনুর্ধ-১৪,১৬ ও ১৮ বয়সী রাঙামাটি জেলা ক্রিকেট দল গঠন লক্ষে অাগামী ১৩ অাগষ্ট রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে সকাল ৮.৩০ ঘটিকা থেকে প্রাথমিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হবে।রাঙামাটিতে বসবাসরত যে কোন খেলোয়ার এ বাছাইয়ে অংশগ্রহন করতে পারবে তবে বয়সের পক্ষে ও রাঙামাটিতে বসবাসের পক্ষে কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত জন্ম নিবন্ধন,পিএসসি/জেএসসি রেজিষ্ট্রেশন/সার্টিফিকেট এবং প্রয়োজন অনুযায়ী এসএসসি রেজিষ্ট্রেশন/সার্টিফিকেট এর মূল কপি অবশ্যই অানতে হবে।এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি ও মূল সনদগুলোর ফটোকপিসহ ১৩ অাগষ্ট মাঠে উপস্থিত থাকতে হবে।বাছাই পর্ব চট্টগ্রাম বিভাগীয় কোচ নুরুল অাবেদীন নোবেলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
অনুর্ধ ১৪ এর জন্য খেলোয়ারকে ১লা সেপ্টেম্বর ২০০৪ বা তার পরবর্তী জন্মগ্রহনকারী হতে হবে।অনুর্ধ ১৬ এর জন্য ১লা সেপ্টেম্বর ২০০২ বা তার পরবর্তী জন্মগ্রহনকারী হতে হবে এবং অনুর্ধ ১৮ এর জন্য ১লা সেপ্টেম্বর ২০০০ বা তার পরবর্তী জন্মগ্রহনকারী হতে হবে।রাঙামাটি জেলার বাহিরে বসবাসকারী কেউ জেলার পক্ষে খেলার জন্য বিবেচিত হবেনা।অংশগ্রহনকারী খেলোয়ারকে কেডস,ট্রাউজার,গেঞ্জী ও প্রয়োজনীয় খেলার সরঞ্জাম সংগে নিয়ে অাসতে হবে।